Home রাজনীতি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার উস্কানি-হুমকি প্রদানের অভিযোগের মামলা থেকে অব্যাহতি দেয়ার তীব্র...

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার উস্কানি-হুমকি প্রদানের অভিযোগের মামলা থেকে অব্যাহতি দেয়ার তীব্র নিন্দা

53

ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ রবিবার ১৬ অক্টোবর এক বিবৃতিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার উস্কানি ও হুমকি প্রদানের সুনর্দিষ্ট অভিযোগে দায়েরকৃত মামলা থেকে মামুনুল হক, সৈয়দ ফজলুল করিম, জুনায়েদ বাবুনগরীকে অব্যাহতি দিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্ত প্রতিবেদন প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন। তারা বলেন, এ মামলার তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই যে তদন্ত প্রতিবেদন দিয়েছে তা সম্পূর্ণভাবে সংবিধান ও দেশের প্রচলিত আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শণ ছাড়া আর কিছুই নয়। জাসদ নেতৃদ্বয় বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবিধানিকভাবেই জাতির পিতা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার জন্য প্রকাশ্যে হুমকি ও উস্কানী প্রদান করা সুনির্দিষ্টভাবেই বাংলাদেশ রাষ্ট্রকে অস্বীকার করা তথা রাষ্ট্রদ্রোহিতার জঘন্যতম অপরাধ। এ ধরনের রাষ্ট্রদ্রোহিতার অপরাধকে হালকা করে দেখা হলে রাষ্ট্রদ্রোহিরা বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তিতে আঘাত করতে থাকবে, বাংলাদেশ রাষ্ট্রকে দূর্বল ও ধ্বংস করার কাজে উৎসাহিত হবে। তারা বলেন, পিবিআই-এর তদন্ত প্রতিবেদনে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার হুমকি ও উস্কানি প্রদানকারী ধর্মভিত্তিক বিতর্কিত রাজনৈতিক দলের এই তিনজন নেতাকে ধর্মপ্রাণ মুসলমানদের কাছে ব্যাপক গ্রহণযোগ্য ব্যক্তি বলে প্রশংসা করে পিবিআই বাংলাদেশ রাষ্ট্রবিরোধী রাজনীতির প্রতি সমর্থন প্রদান করে পুরো পুলিশ বিভাগকেই বিতর্কিত করেছে। জাসদ নেতৃদ্বয় বলেন, পিবিআই-এর মত অতীতেও কিছু মহল চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের জন্য যুদ্ধাপরাধীদের ইসলামী নেতা, আলেম, ওলামা হিসাবে মহিমান্বিত করে তাদের যুদ্ধাপরাধের মত নিকৃষ্টতম অপরাধকে আড়াল করতে অপপ্রয়াস পেয়েছিল। জাসদ নেতৃদ্বয় বলেন, পিবিআই দেশের প্রচলিত আইনকেই শুধু লংঘন করে নাই, তারা বাংলাদেশ বিরোধী রাজনীতি ও রাষ্ট্রদ্রোহীদের মহিমান্বিত করার নিকৃষ্টতম অপরাধ করেছে। জাসদ নেতৃদ্বয় বলেন, পিবিআই-এর এ প্রতিবেদন বাংলাদেশ রাষ্ট্রবিরোধী রাজনীতি, রাষ্ট্রদ্রোহী গোষ্ঠী ও ধর্মভিত্তিক রাজনীতি ও ধর্মব্যবসায়ীদের কাছে সরকারের নির্লজ্জ আত্মসমর্পণ হিসাবে চিহ্নিত হবে। জাসদ নেতৃদ্বয় পিবিআই-এর তদন্ত প্রতিবেদন অবিলম্বে প্রত্যাহার করে রাষ্ট্রদ্রোহিতার সুনির্দিষ্ট অভিযোগ মামুনুল হক, সৈয়দ ফজলুল করিম, জুনায়েদ বাবুনগরীকে বিচারের সম্মুখীন করার দাবি জানান।