Home রাজনীতি ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার বিক্ষোভ

ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার বিক্ষোভ

16

স্টাফ রিপোটার: নির্বাচনের নামে প্রহসন বন্ধের দাবিতে নির্বাচন কমিশন অভিমুখে রোববার ১৭ ডিসেম্বর দুপুর ১২টায় ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা ও বাম গণতান্ত্রিক জোটের পূর্বঘোষিত যুগপৎ ধারায় অনুষ্ঠিত মিছিল কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। পুরানা পল্টন মোড় থেকে শুরু হওয়া মিছিল প্রেস ক্লাব পার হয়ে হাইকোর্ট মোড়ে পৌছলে পুলিশ কাঁটাতারের ব্যারিকেড দিয়ে মিছিলের পথরোধ করে। বেরিকেড ভেঙ্গে মিছিল সামনে এগুলে পুলিশ চড়াও হয়। পুলিশের সাথে নেতা-কর্মীদের ধ্বস্তা-ধ্বস্তি শুরু হয়, প্রায় আধাঘন্টা ধাক্কা-ধাক্কি চলে। এক পর্যায়ে দুই জোটের নেতা কর্মীরা রাস্তায় বসে পরেন। ব্যারিকেডের দুই প্রান্তে দুই জোট বিক্ষোভ সমাবেশ করে।
ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা’র সমন্বয়ক, নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক শুভ্রাংশু চক্রবত্তী, কেন্দ্রীয় নেতা বেলাল চৌধুরী, গণমুক্তি ইউনিয়নের আহবায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের কেন্দ্রীয় নেতা মহিন উদ্দিন চৌধুরী লিটন, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান, বাংলাদেশের সমাজতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি শহিদুল ইসলাম, নয়াগণতান্ত্রিক গণমোর্চার কেন্দ্রীয় সহ সভাপতি বিপ্লব ভট্টাচার্য প্রমুখ।
ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার সমাবেশে বক্তারা পুলিশি বাধার নিন্দা জানিয়ে বলেন, শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বাধা অব্যাহতভাবে জনগণের গণতান্ত্রিক অধিকার হরণের আর একটা উদাহরণ। আওয়ামী ফ্যাসিবাদী সরকারের দুঃশাসন দীর্ঘায়িত করতে নির্বাচনের নামে আয়োজিত প্রহসনকে প্রত্যাখ্যান ও রুখে দাঁড়ানোর জন্য বক্তারা জনগণের প্রতি আহবান জানিয়েছেন। সভা, সমাবেশ, মতপ্রকাশসহ জনগণের রাজনৈতিক অধিকার হরণের ফ্যাসিবাদী পদক্ষেপের বিরুদ্ধে আগামী ২২ ডিসেম্বর শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মুখে কালো কাপড় বেধে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচী ঘোষণা করেছেন।