Home জাতীয় ফুলতলা উপজেলা পরিষদের জানালার গ্রীল কেটে দুঃসাহসিক চুরি

ফুলতলা উপজেলা পরিষদের জানালার গ্রীল কেটে দুঃসাহসিক চুরি

54

ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- ফুলতলা উপজেলা পরিষদে ৫ টি কক্ষের জানালার গ্রীল কেটে নগদ প্রায় ২ লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা। থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার ও উপজেলা পরিষদের সাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মোঃ সেলিম জানান, গত ১৪ এপ্রিল থেকে ৩ দিনের সরকারি ছুটির সুবাদে চোরেরা উপজেলা পরিষদ ভবনের পেছন দিক দিয়ে ঢুকে প্রথমে সিসি ক্যামেরা বন্ধ করে জানালার গ্রীল কেটে উপজেলা পরিষদের চেয়াম্যানের কক্ষ, সভা কক্ষ, কম্পিউটার অপারেটরের কক্ষ, পরিসংখ্যান অফিস, এলজিইডি হিসাব কর্মকর্তার অফিস কক্ষে প্রবেশ করে কম্পিউটার অপারেটরের কক্ষ থেকে নগদ ১ লক্ষ ৯১ হাজার ৭’শ টাকা নিয়ে যায়। পরে, গত ১৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭ টায় সেলিম অফিসে ঢুকে সবকিছু অগোছালো অবস্থায় দেখতে পেয়ে উর্দ্ধতন কর্মকর্তাদের অবহিত করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মোঃ সেলিম বাদি হয়ে ফুলতলা থানায় একটি চুরি মামলা (নং- ১০, তারিখ- ১৭/০৪/২২ ইং) দায়ের করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনের সাথে কথা বললে তারা জানান, উপজেলা পরিষদে চুরির মাধ্যমে আর্থিক ক্ষতি সংগঠিত হয়েছে যা একটি ন্যাক্কারজনক ঘটনা। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে যা তদন্তনাধীন। পুলিশ আরও জানায়, অত্র চুরির সাথে জড়িতে চোরদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।