Home খেলা ফুলতলায় রাজিব ভূঁইয়া ফাউন্ডেশনের ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান

ফুলতলায় রাজিব ভূঁইয়া ফাউন্ডেশনের ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান

47

ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেছেন, সুস্থ দেহ মানেই সুস্থ মন। খেলাধুলা জীবনকে সুন্দর ও পরিশীলিত করে। খেলাধুলার মাধ্যমে একজন যেমন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে তেমনি সমাজ থেকে মরনব্যাধি মাদক দুর করতে খেলাধুলার বিকল্প নেই। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলার গুরুত্ব বিবেচনা করে প্রতি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মানের ঘোষনা দিয়েছেন। তিনি সকলকে স্বাস্থ্য সচেতনতার বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। গতকাল শনিবার বেলা ২ টায় ফুলতলার ডাবুর মাঠ প্রাঙ্গনে রাজিব ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আইয়ান টি-২০ ১৬ দলীয় গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
রাজিব ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আইয়ান গ্রুপ ইন্ডাস্ট্রিজ এর পরিচালক মোহাম্মদ জহিরউদ্দিন রাজিব ভূঁইয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার, আইয়ান গ্রুপ ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আহম্মেদ ভূঁইয়া (সিআইপি), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে.এম জিয়া হাসান তুহিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হুমায়ুন আহম্মেদ ভূঁইয়া, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, ক্রীড়া সংস্থা ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু তাহের রিপন, আলহাজ্ব হাসান ইমামুল হক ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান নান্নু, বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবিন বসু, সাধারণ সম্পাদক মনির হাসান টিটো, প্রভাষক রেজোয়ান হোসেন রাজা, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার ও সরদার মনিরুল ইসলাম, ফুলতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গৌর হরি দাস, যুবলীগ নেতা এসকে আলী ইয়াসিন, মোল্যা রবিউল ইসলাম, শেখ আঃ রশিদ, সাংবাদিক মঈন উদ্দিন ময়না প্রমুখ। উদ্বাধনী খেলায় আইকন টাইগার্স ৪ ইউকেটে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ খুলনা জোনকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন মোঃ মিলন ও করিম হাসান। আজ বেলা ২ টায় প্রতিদ্বন্দিতা করবে আইয়ান কিংস বনাম ক্রিকেট ফ্যানস।