Home জাতীয় ফুলতলায় জাতীয় কৃষক সমিতির বর্ধিত সভা

ফুলতলায় জাতীয় কৃষক সমিতির বর্ধিত সভা

41

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ বিল ডাকাতিয়া রক্ষায় কৃষি ও কৃষকের স্বার্থে পঠিয়াবান্দা থেকে মুজারঘুটা পর্যন্ত রাস্তা নির্মান, বুড়ির খালসহ ৮০ ফুট খালের সংযোগ খালগুলি খনন, শালুয়া শোলমারী হয়ে শিবসা পর্যন্ত নদী খননসহ জোয়ার ভাটা বহমানের জন্য রেগুলেটর সিস্টেম তুলে দেওয়া, বিআরএস খতিয়ানের সংশোধনী, ভূমি অফিসের দূর্নীতি বন্ধ, সহজ শর্তে কৃষকের ঋণ প্রদান ও আসন্ন ইরি মৌসুমে ফসলের ন্যায্য মুল্যের দাবিতে ফুলতলা উপজেলা জাতীয় কৃষক সমিতির উদ্যোগে গতকাল শুক্রবার সকাল ১০ টায় উপজেলার শুক্লা-স্বরণিকা মাধ্যমিক বিদ্যালয়ে খুলনা জেলার এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। খুলনা জেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি গৌরাঙ্গ প্রসাদ রায় এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্যা। উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির উপজেলা সভাপতি কমরেড সন্দিপণ রায়, কমরেড সেলিম আকতার স্বপন, এ্যাড. পুলিন বিহারী মন্ডল, কমরেড রেজোয়ান আলী খান, ওয়ার্কার্স পার্টির নেতা আঃ মজিদ মোল্যা, প্রভাষক গৌতম কুন্ডু, জাহাঙ্গীর আলম, আঃ হামিদ মোড়ল, হরিদাস সরকার, গুরুদাস সরকার, অমুল্য হালদার, সুব্রত মল্লিক, প্রসেনজিৎ হালদার, শহিদুল ইসলাম, ফারুক হোসেন, মনোরঞ্জন হালদার, সত্যেন মন্ডল। সভা পরিচালনা করেন খান সিরাজুল ইসলাম। সভায় বক্তারা উল্লেখিত দাবি দাওয়া সমুহ মেনে নেওয়ার আহবান জানান।