Home সারাদেশ ফুলতলায় এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষনের দশ মাস পরে থানায় মামলা, ধর্ষক আটক

ফুলতলায় এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষনের দশ মাস পরে থানায় মামলা, ধর্ষক আটক

33

ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- ফুলতলা উপজেলার পায়গ্রাম কসবা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষনের দায়ে ফুলতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রজু হয়েছে। ফুলতলা থানা পুলিশ ধর্ষক মৃন্ময় মানসী মন্ডল মুক্ত (১৬) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার জানান, উপজেলার বানিয়াপুকুর গ্রামের বাসিন্দা অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পুত্র মৃন্ময় মানসী মন্ডল মুক্ত ভ্যান চালকের কন্যা জনৈকা কিশোরীর সাথে প্রেমজ সম্পর্কের জের ধরে গত ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠানের সকলে অনুষ্ঠানে ব্যস্ত থাকাকালীণ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির কক্ষে ডেকে নিয়ে ধর্ষন করে। উল্লেখিত ঘটনাটি সাধারণের মধ্যে জানাজানি হলেও শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে সেটা সম্ভব না হলে গত ২৪ অক্টোবর ভিকটিমের ভ্রাতা বাদি হয়ে ফুলতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং- ২১, তারিখ- ২৪/১০/২২ ইং) করেন করেন। থানা পুলিশ ধর্ষক মৃন্ময় মানসী মন্ডল মুক্তকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। এর পূর্বে ভিকটিম বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারায় ঘটনার স্বাকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে বলে পুলিশ জানায়।

ফুলতলায় সন্ত্রাসীদের হামলায় আহত বিএনপি’র নেতাকর্মীদের
পাশে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ
ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- গত ২২ অক্টোবর বিএনপি’র খুলনা বিভাগীয় মহাসমাবেশে যোগ দেওয়ার সময় সন্ত্রাসীদের হামলায় আহত নেতাকর্মীদের সাথে দেখা করেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। গতকাল মঙ্গলবার বিকেল ৪ টায় ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত নেতাকর্মীদের দেখতে যাওয়ার সময় তার সাথে ছিলেন খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক আমির এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, যুগ্ম আহবায়ক এস. এ রহমান বাবুল, মোশারফ হোসেন মফিজ প্রমুখ। উল্লেখ্য, গত ২২ অক্টোবর বাস মালিক সমিতির পরিবহন ধর্মঘট থাকায় ফুলতলা থেকে বিএনপি নেতাকর্মীরা ১৫ টি ট্রলারযোগে নদীপথে বিএনপি’র বিভাগীয় সমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে খুলনা ৫ নং ঘাটে পৌছালে অপর একটি ট্রলার তাদের গতিরোধ করে অতর্কিতভাবে লাঠিসোটা ও ইট-পাটকেল ছুড়ে তাদের আহত করে। এছাড়াও হামলাকারীরা তাদের ট্রলার উদ্দেশ্য করে বোমা ছুড়ে মারে। এ সময় আহত হন ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশারসহ অর্ধ শতাধিক নেতাকর্মী। আহতদের ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।