Home সারাদেশ গাংচিল অবমুক্ত

গাংচিল অবমুক্ত

20

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: ঘূর্ণিঝড় সিত্রাং’র প্রভাবে প্রচন্ড বাতাস বাইছে। একই সাথে মুষলধারে বৃষ্টি পড়ছে। আর সাগরের উতাল পাতাল ঢেউ। সোমবার ঠিক রাত ৮ টা। কুয়াকাটা জিরো পায়েন্ট থেকে সৈকতের পূর্ব পাশে আহত অবস্থায় পড়ে রয়েছে একটি গাংচিল। এটিকে এনিম্যাল লাভার্স অফ পটুয়াখালী টিম সদস্য সাইদুর রহমান সবুজ দেখতে পেয়ে উদ্ধার করে। পরে প্রথমিক চিকিৎসা দিয়ে মঙ্গলবার দুপুরে সৈকতে অবমুক্ত করলে ফের পাখিটি সাগরের দিকে উড়ে যায়। এ সময় কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, ফটো সাংবাদিক আরিফ রহমান, ট্যুর গাইড সংগঠনের সভাপতি কেএম বাচ্চু সহ কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ট্যুর গাইড সংগঠনের সভাপতি কেএম বাচ্চু বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং’র তান্ডবে এ পাখিটি দল থেকে ছিটকে এসে কুয়াকাটা সৈকতের বালু চরে অসুস্থ্য অবস্থায় পাড়ে থাকে। পাখিটিকে প্রথমিক চিকিৎসা দিয়ে অবমুক্ত করা হয়েছে।