Home সারাদেশ ফরিদপুর পৌর মেয়র পাবনা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশায় সাংবাদিক সম্মেলন

ফরিদপুর পৌর মেয়র পাবনা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশায় সাংবাদিক সম্মেলন

144

ফরিদপুর(পাবনা)প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭০ পাবনা ৩ (ফরিদপুর, ভাঙ্গুড়া, চাটমোহর) নির্বাচনীএলাকার বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীখ.ম. কামরুজ্জামান মাজেদের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত।ফরিদপুর পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, পাবনা জেলা আওয়ামী লীগের কার্যকরীসদস্য,বাংলাদেশ পৌরসভা সমিতির সহসভাপতি খ.ম. কামরুজ্জামান মাজেদ ২২ সেপ্টেম্বর শুক্রবার পৌর সভায় তার নিজ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ এলাকা থেকে এমপি প্রার্থী হওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, আমি সারা জীবন আওয়ামীরাজনীতির সাথে জড়িত, আমি পরপর তিন বার বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়ে আছি, তৃতীয় শ্রেণির পৌরস ভাকে প্রথম শ্রেণিতে উন্নীত কওে ব্যাপক উন্নয়ন করেছি। ১৯৬৯এর গণঅভুত্থানে অংশগ্রহণকওে পাকিস্তানি পুলিশবাহিনীর দ্বারা নির্যাতিত হই। ১৯৭০ সালের সক্রিয় ভাবে আওয়ামীলীগ প্রার্থীর পক্ষে নির্বাচন করি। তিনি সাংবাদিকদেও সকল প্রশ্নের উত্তরই সুন্দরভাবে উপস্থাপন কওে তিনি বলেন,নৌকার মনোনয়ন যাকে দেয়া হবে তার পক্ষেই কাজ করবো। তবে মনোনয়নের ব্যাপাওে আমি আশাবাদি কারণ আমার জীবনটা আওয়ামীলীগের রাজনীতির পিছনে ব্যয় করেছি। আমি পাবনা-৩ এলাকার এমপি আলহাজ¦ মকবুল হোসেনের খুবই আস্থা ভাজন এবং প্রিয়। আমি তাঁর সাথে এবং পৃথক ভাবেও পাবনা-৩ আসনের (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) প্রায় সব এলাকায়ই গণসংযোগ কওে ব্যাপক সাড়া পেয়ে উৎসাহিত হয়েই এমপি প্রার্থী হয়েছি। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে দলীয় ভাবে নৌকার মনোনয়ন দেন তাহলে দেশ ও জনগনের সেবায় নিজেকে উৎসর্গ করবো।