Home সারাদেশ প্রথমবারের মতো ঢাকার রাস্তায় দেখা যাবে ই-বাস

প্রথমবারের মতো ঢাকার রাস্তায় দেখা যাবে ই-বাস

44

ডেস্ক রিপোর্ট: আগামী ডিসেম্বর মাস থেকে বাংলাদেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে ই-বাস বা ইলেকট্রিক বাস সার্ভিস। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক এসব বাসগুলো নিয়ে আসছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

ঢাকায় কার্বন নির্গমন ও দূষন ঠেকাতে নতুন এই উদ্যোগ গ্রহণ করেছে ডিএনসিসি কর্তৃপক্ষ।

প্রাথমিকভাবে গুলশান, বনানী ও বারিধারা এলাকায় যাত্রীপরিবহন করবে এসব বাস। পাইলট প্রজেক্ট হিসেবে এসব এলাকায় অবস্থিত ৪ টি ইংরেজি মাধ্যমের স্কুল শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহার করা হবে ই-বাস।

৪ টি স্কুলের মধ্যে রয়েছে চিটাগং গ্রামার স্কুল-ঢাকা, স্কলাসটিকা স্কুল, স্যার জন উইলসন স্কুল ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল স্কুল।

প্রকল্পটি সফল হলে পর্যায়ক্রমে ঢাকার সকল স্কুলগুলো ই-বাস সার্ভিসের আওতায় আনা হবে বলে জানা গেছে।
আমাদের সময়.কম