Home খেলা এশিয়া কাপ: লড়াই করেও পারেনি বাংলাদেশ

এশিয়া কাপ: লড়াই করেও পারেনি বাংলাদেশ

24

ডেস্ক রিপোর্টঃ ১৮৪ রানের টার্গেট দিয়েও এশিয়া কাপে টিকে থাকার ম্যাচে শ্রীলংকার কাছে ২ উইকেটে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ১৮৪ রানের লক্ষ্য এদিন ৪ বল বাকি থাকতেই টপকে যায় লংকানরা। এতেই আট বছর পর এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল বাংলাদেশ।

এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ খেলায় শ্রীলংকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৩ রান করে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ১৯ রানে সাব্বিরের উইকেট হারায় বাংলাদেশ। পরে হাত খুলে খেলতে থাকা মিরাজ ফেরেন ব্যক্তিগত ৩৮ রানে। ব্যাটিং ব্যর্থতার ধারা অব্যাহত রেখে মুশফিক ফেরেন মাত্র ৪ রান করে।

মাঝে সাকিব কিছুটা ধরে খেলার চেষ্টা করলেও ফিরে যান ব্যক্তিগত ২৪ রানে। দলীয় ৮৭ রানে চতুর্থ উইকেট পতনের পর পঞ্চম উইকেটে মাহমুদুল্লাহর সঙ্গে ৩৭ বলে ৫৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন আফিফ। ২২ বলে দুইটি ছক্কা ও চারটি চারের মারে ৩৯ রান করেন আফিফ। মাহমুদুল্লাহ করেন ২৭ রান। অষ্টম উইকেটে মোসাদ্দেকের সঙ্গে তাসকিনের ১১ বলে ২৪ রানের অবিচ্ছেদ্য জুটিতে ভর করে স্কোর বোর্ডে ১৮৩ রান জমা করে বাংলাদেশ। চারটি চারের মারে ৯ বলে অপরাজিত ২৪ রানের ইনিংস খেলেন মোসাদ্দেক।

জবাবে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে ২ উইকেটে ৪৮ রান তুলে শ্রীলংকা। মাঝে বাংলাদেশের পেসাররা মাঠে দাপট দেখালে দলীয় ৭৭ রানে চতুর্থ উইকেট হারায় শানাকার দল। তবে এদিন বার বার জীবন ফিরে পাওয়া লংকান ওপেনার কুমাল মেন্ডিসের ৩৭ বলে ৬০ রানের ইনিংসে খেলায় ভালোভাবেই টিকে থাকে সিলভারউডের শিষ্যরা। শেষের দিকে শানাকা, হাসারাঙ্গা ও করুনরত্নের উইকেট বাংলাদেশ তুলে নিলে। শেষ দুই ওভারে লংকানদের প্রয়োজন হয় ২৫ রান। ১৯ ওভারে ইবাদতের নো বলটি কাজে লাগিয়ে ১৭ রান তুলে নেয় লংকানরা। শেষ ওভারে ৮ রান প্রয়োজন হলে ৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় শ্রীলংকা।