Home জাতীয় পঞ্চগড়ে আগ্নেয়াস্ত্র, ইয়াবা ও ভারতীয় নাগরিকসহ ১০ চোরাকারবারি আটক

পঞ্চগড়ে আগ্নেয়াস্ত্র, ইয়াবা ও ভারতীয় নাগরিকসহ ১০ চোরাকারবারি আটক

31

নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে আগ্নেয়াস্ত্র, ইয়াবা ও একজন ভারতীয় নাগরিকসহ ১০ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাকারবারিদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড তাজা গুলি, ৩২ পিস ইয়াবা ও কিছু দেশি কাপড়সহ একটি ছাই রঙের মাইক্রোবাস উদ্ধার করে পুলিশ। আটককৃত চোরাকারবারিরা হলেন, ভারতের ইসলামপুর এলাকার জালাল উদ্দীনের পুত্র আ. গফুর (২৫), ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোড় ইউনিয়নের হরিণমাড়ি এলাকার খোরশেদ আলীর পুত্র দেলোয়ার হোসেন (২৮) ও সোলেমানের পুত্র আ. রাজ্জাক (২৩), বোয়ালটলী এলাকার দিপেন পালের পুত্র বিকাশ পাল (৩৫), যুগিহাট এলাকার রফিজুলের পুত্র জাকির হোসেন (২৫) ও কাশেমের পুত্র হজরত (২৭), কালীবাড়ি এলাকার মৃত শুকুদ্দীর পুত্র মনিরুল (৩২), কেরিয়াতি এলাকার সামছুরের পুত্র নাসিরুল (২৪) ও মৃত ধন মোহাম্মদের পুত্র পসিরুল (২৮) এবং কোটপাড়া এলাকার কারবারু পালের পুত্র বিষ্ণু পাল (২৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পারিয়া মুন্ডুমালা বিজিবি ক্যাম্প এলাকা হতে চোরাকারবারিরা মাইক্রোবাসযোগে লাহিড়ী-আটোয়ারী অভিমুখে আসতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার সিনিয়র এএসপি (সার্কেল) মো. তোফাজ্জল হোসেন এবং বালিয়াডাঙ্গি থানার ওসি মো. হাবিবুর রহমান প্রধান সমন্বয়ে পুলিশের একটি দল মাইক্রোবাসটিকে লাহিড়ী বাজার এলাকায় আটকের চেষ্টা করে ব্যর্থ হন। পরে আটোয়ারী থানা পুলিশের সহযোগিতায় উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বালিয়া ল²ীথান এলাকার জনৈক বিদ্যানাথের বাড়ির সামনে মাইক্রোবাসটিকে আটক করে। এ সময় চোরাকারবারিরা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে সে সময় ৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করলে তাদেরকে আটক করতে সক্ষম হন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দিপেন্দ্র নাথ সিংহ জানান, এ ঘটনায় বিভিন্ন অপরাধে আটককৃতরাসহ ১৯ জনের এবং অজ্ঞাত আরও ২-৩ জনের নাম উল্লেখ করে আটোয়ারী থানায় ৩টি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।