Home জাতীয় পঞ্চগড়ের আটোয়ারীতে ৭ জুয়াড়ী আটক

পঞ্চগড়ের আটোয়ারীতে ৭ জুয়াড়ী আটক

49

নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে জুয়া খেলার সময় ৭ জুয়াড়ীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা, জুয়া সামগ্রী তাস, মোবাইল ফোন ও মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। বুধবার দিনগত গভীর রাতে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়েনর চুচুলী বটতলী গ্রামের জনৈক জুয়াড়ী জসিম উদ্দীন ওরফে লিটনের বাড়ী হতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার চুচুলী বটতলী গ্রামের মৃত আঃ সামাদের পুত্র সিরাজুল ইসলাম (৩৫), পাশ্ববর্তী ঠাকুরগাও জেলার মোলানখুড়ী গ্রামের তরমুজ আলীর পুত্র আবুল কালাম (৩২), একই জেলার রুহিয়া চাপাতী গ্রামের মসলিম উদ্দীনের পুত্র মোজাম্মেল হক (৩০), পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার দঃ দূর্গাপুর গ্রামের সফিকুল ইসলামের পুত্র আইনাল হক (৩৩), চুচুলী বটতলী গ্রামের দুলাল হোসেনের পুত্র সোহাগ হোসেন (২২), চামেশ্বরী গ্রামের মৃত রবিন্দ্র নাথের পুত্র পলাশ (২৮) ও চুচুলী গ্রামের মৃত আঃ রশিদের পুত্র জসিম উদ্দীন ওরফে লিটন (৩৬)। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তিনি এসআই দীপেন্দ্র নাথের নেতৃত্বে এসআই প্রহল্লাদ ও এস আই পরিতোষ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার দিনগত গভীর রাতে চুচুলী বটতলী গ্রামের জনৈক জুয়াড়ী জসিম উদ্দীন ওরফে লিটনের বাড়ীতে এক ষাড়াশী অভিযান পরিচালনা করা হয়। কয়েকজন ধূর্ত জুয়াড়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে গেলেও উল্লেখিত ৭ জুয়াড়ীকে জুয়া খেলার সময় হাতে-নাতে আটক করেন। এসময় পুলিশ নগদ প্রায় ২৬ হাজার ২শত টাকা, কিছু জুয়া সামগ্রী তাস, ৬টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন এবং পঞ্চগড়-হ ১১-৬২৪৯ নাম্বারের লাল রংয়ের একটি গ্লামার ১০০ সিসি, নাম্বার বিহীন কালো রংয়ের একটি গ্লামার ১০০ সিসি, ঠাকুরগাও-হ ১৩-২৮৪৯ নাম্বারের লাল রংয়ের একটি হিরো, নাম্বার বিহীন লাল রংয়ের একটি হিরো, নাম্বার বিহীন কালো রংয়ের একটি টিভিএস মেট্রো ১০০ সিসি, নাম্বার বিহীন কালো রংয়ের একটি সিডি-৮০সিসি মোটর সাইকেল জব্দ করা হয়। এস আই দীপেন্দ্র নাথ জানান, জুয়া আইনে তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করে বৃহস্পতিবার দুপুরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।