Home রাজনীতি নির্বাচন কঠিন হবে: রাশেদ খান মেনন

নির্বাচন কঠিন হবে: রাশেদ খান মেনন

110

ফরিদপুর(পাবনা)প্রতিনিধিঃ বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক মন্ত্রী রাশেদখান মেনন এম,পি ১২ আগস্ট শনিবার পাবনা ব্যাক্তিগত কর্মসুচি সার্কিট হাউজ অডিটরিয়াম আগমনে পাবনা জেলা ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মতবিনিময় সভার আয়োজন করা হয় । জনাব মেনন বলেন , বর্তমান সরকার দেশে অনেক উন্নয়ন করেছে , দেশে দারিদ্রতার হার কমেছে , ভিক্ষাবৃত্তি হার কমেছে , সাধারণ মানুষের আয় বেড়েছে এবং খাদ্যে স্বয়র্ংসম্পর্ণ হয়েছে দেশ। তবে আয় বৈশম্য বেড়েছে।আগামী নির্বাচন কঠিন হবে বলে তিনি মন্তব্য করেন। ১৪ দলীয় জোট বদ্ধ হয়ে আগামী নির্বাচন হবে বলে আশা করেন। তিনি সংগঠনকে শক্তিশালী করার জন্য নেতাকর্মিদের আহব্বান করেন।আগামী নির্বাচনে নেতাকর্মিরা পাবনা-৫ আসনে ওয়ার্কার্স পার্টি সভাপতি কমরেড জাকির হোসেন ১৪ দলের মননোয়ন প্রত্যাশা করেন । জনাব মেনন রোববার পাবনা রুপপুর পাবমানবিক কেন্দ্র পরিদর্শন করবেন।সভার সভাপতিত্ব করেন জনাব কমরেড জাকির হোসেন । সঞ্চালনা করেন কমরেড মোঃ সিরাজুল ইসলাম ।