Home রাজনীতি নির্বাচনী পরিকল্পনা নির্ধারনের লক্ষ্যে রাজশাহীতে জাসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নির্বাচনী পরিকল্পনা নির্ধারনের লক্ষ্যে রাজশাহীতে জাসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

69

পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহী-১ ও রাজশাহী-২ আসনের জাসদ মনোনীত প্রার্থীদের নিয়ে নির্বাচনী কর্মকৌশল নির্ধারনের লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় নগরীর গণকপাড়াস্থ ফুড লাভার’স রেস্টুরেন্টের কনফারেন্স রুমে রাজশাহী মহানগর ও জেলা জাসদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী মহানগর জাসদের সভাপতি ও রাজশাহী সদর আসনের প্রার্থী আব্দুল্লাহ আল মাসুদ শিবলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাড. মজিবুল হক বকু।

সভা পরিচালনা করেন রাজশাহী মহানগর জাসদের সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু।

উক্ত সভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাসদ মনোনীত প্রার্থী,রাজশাহী-১ আসনে প্রদীপ মৃধা ও রাজশাহী-২ আসনে আব্দুল্লাহ আল মাসুদ শিবলীর পক্ষে নির্বাচনী মনোনয়নপত্র জমাদান এবং ততপরবর্তি প্রচার প্রচারণা ও নির্বাচনী কর্মপরিকল্পনা নির্ধারনের লক্ষ্যে রাজশাহী মহানগর জাসদের উদ্যোগে দিকনির্দেশনা মূলক মতবিনিময় করা হয়।

আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,জাতীয় শ্রমিক জোটের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি দ্বিজেন্দ্রনাথ সিংহ,জেলা জাসদের সভাপতি,রাজশাহী-১ আসনের জাসদের মনোনীত প্রার্থী প্রদীপ মৃধা,রাজশাহী জেলা শ্রমিক জোটের সাধারণ সম্পাদক মোঃ শরাফত উল্লাহ, মহানগর জাসদের সহ-সভাপতি শাহরিয়ার রহমান সন্দেশ, মহানগর জাসদের দপ্তর সম্পাদক গাজী আলমগীর কবির, যুবজোটের মহানগর সভাপতি ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন, যুবজোটের মহানগর সাধারণ সম্পাদক সুমন চৌধুরী,মহানগর জাসদের সহ সম্পাদক পাভেল ইসলাম মিমুল,বাংলাদেশ ছাত্রলীগ মহানগর সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন সোহাগ প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন জাসদের সিনিয়র নেতা গোলাম হায়দার,ফয়েজউল্লাহ চৌধুরী,প্রতুল কান্তি ভট্টাচার্য্য, রাজশাহী মহানগর জাসদের সহ-সভাপতি শরিফুল ইসলাম,জেলা জাসদের নেতা সামসুজ্জামান সামসু,যুগ্ম সাধারণ সম্পাদক কাবির খান,সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন বাহার,মতিহার থানা সভাপতি তসলিম উদ্দিন, মহানগর জাসদের কোষাধ্যক্ষ আশরাফুল আলম সিদ্দিক, শামসুজ্জোহা,পরিবেশ বিষয়ক সম্পাদক কলিম হায়দার রেন্টু,সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম শুভ, কৃষি বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন রাসেল,আইন বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন রওনক,সংখ্যালঘু আদিবাসী বিষয়ক সম্পাদক মানিক কুমার সরকার, জনসংযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ জোহেব রনি,সহ সম্পাদক শামসুল ইসলাম,সদস্য ফয়সাল রহমান রানা, সাবেক ছাত্রনেতা জুয়েল খান,২৫ নং ওয়ার্ড জাসদের সভাপতি মোবারক হোসেন খোকন,সাধারণ সম্পাদক সোহাগ রহমান বাপ্পি,আবু সাঈদ,মোঃ হানিফসহ জাসদের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।