Home মতামত নিঃস্বার্থভাবে অপরের সেবায় আত্মনিয়োগই জনসেবা

নিঃস্বার্থভাবে অপরের সেবায় আত্মনিয়োগই জনসেবা

36

শেখ রকিব হোসেন: মানুষ সামাজিক জীব, সমাজে বাস করে মানুষ একে অপরের সাহায্য নিতে হয়। অন্যের সাহায্য ছাড়া মানুষ একদিনও চলতে পারে না। নিজের স্বার্থ ত্যাগ করে অপরের সেবায় আত্মনিয়োগ করার নামই জনসেবা।

পাশ্চাত্য মনীষী লেখক রাস্কিন বলেছিলেন, এই পৃথিবীতে মানুষের প্রধান তিনটি কর্তব্য, প্রথম: ঈশ্বরের প্রতি কর্তব্য,
দ্বিতীয়: পিতামাতার প্রতি কর্তব্য, তৃতীয়: মানব জাতির প্রতি কর্তব্য।

সুতরাং দেখা যাচ্ছে জনসেবা জীবনের অন্যতম কর্তব্য। শুধু প্রধান কর্তব্যই নয়, জনসেবার ভেতর দিয়েই মানুষ তার জীবনের কর্তব্য শেষ করে পরম গতি লাভ করতে পারে। মানুষের সেবাতেই স্রষ্টা তুষ্টি লাভ করেন। তাইতো কবি গুরু উদার কণ্ঠে গেয়েছেন :
“যেথায় থাকে সবার অধম দীনের হতে দীন,
সেইখানে যে চরণ তোমার বাজে
সবার নীচে, সবার পিছে
সর্ব হারাদের মাঝে।”

-লেখক: মেয়র, গোপালগঞ্জ পৌরসভা ও সহ-সভাপতি জেলা আওয়ামী লীগ, গোপালগঞ্জ।