আন্তর্জাতিক ডেস্ক : মাত্র এক ভোটে হেরে ১২ বছর পরে ইজরায়েলের মসনদ ছিটকে পড়লেন ক্ষমতাধর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন দক্ষিণপন্থী ইহুদি নাফতালি বেনেট।

বেশ কিছু দিন ধরে ইজরায়েলের রাজনৈতিক মহলে ডামাডোল চলছিল। নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ বাড়ছিল। রবিবার ভোটাভুটিতে হেরে যান নেতানিয়াহু। তাঁর পক্ষে ভোট পড়ে ৫৯টি। বিপক্ষে ভোট পড়ে মাত্র একটি বেশি। তার পরেই তেল আবিবের রবিন স্কোয়্যারে আনন্দে মাতেন নেতানিয়াহুর বিরোধীরা।

এক যুগ পড়ে ক্ষমতাচ্যুত হওয়ার পরে ৭১ বছরের নেতানিয়াহু বলেন, আবার ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেছর। আশা হটিয়েবেন ক্ষমতাসীনদের।

অন্য দিকে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া ৪৯ বছরের বেনেট বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই নতুন সরকার সব দলকে সঙ্গে নিয়েই ইজরায়েলের উন্নতির কাজ করবে।