Home সারাদেশ নাগরপুর-দেলদুয়ারে উন্নয়ন লিফলেট বিতরণ উদ্বোধনে এমপি টিটু

নাগরপুর-দেলদুয়ারে উন্নয়ন লিফলেট বিতরণ উদ্বোধনে এমপি টিটু

38

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার উপজেলায় যথাক্রমে ‘এক নজরে নাগরপুর-দেলদুয়ার এর উন্নয়ন’ সম্বলিত লিফলেট বিতরণ কার্য উদ্বোধন করেছেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। এতে এমপি টিটু’র সময়কালে উল্লেখিত অঞ্চলে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য সহ সামাজিক নিরাপত্তা খাতের সকল উন্নয়ন তুলে ধরা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে প্রথমে দেলদুয়ার এবং পরবর্তীতে নাগরপুর উপজেলা অডিটোরিয়াম ভবনে এ লিফলেট বিতরণ কার্য শুরু করা হয়।

উল্লেখ্য, লিফলেটে তুলে ধরা হয়, মহাসড়ক প্রস্তুতকরণ ও উন্নীতকরণে মোট ব্যায় ৩,০৭০,৯৯ কোটি টাকা। ১৫ টি ব্রীজ নির্মাণে মোটা ব্যয় প্রায় ১০.৫০ কোটি টাকা। ৪০ টি বক্স কালভার্ট নির্মাণে মোট ব্যয় ১২ কোটি টাকা। IRIDP: মোট ব্যয় প্রায় ১৮.৫৮ কোটি টাকা। MRRIDP: মোট ব্যয় প্রায় ৬৩ কোটি টাকা। গত সাড়ে চার বছরে ২৬৫ কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করণে মোট ব্যয় ২৬৫ কোটি টাকা।কাবিখা, কাবিটা বরাদ্দের মাধ্যমে কাঁচা রাস্তার উন্নয়নে মোট ব্যয় ২৫ কোটি টাকা। এইচ বি বি-করণ এবং ইটের সলিং দ্বারা রাস্তার উন্নয়নে মোট ব্যয় ১২.৫ কোটি টাকা। সোলার স্ট্রিট লাইট ৭৫০ টি, মসজিদ সংস্কার ৩৫০ টি, মন্দির- শ্মশান সংস্কার ১৫০ টি। শিক্ষা খাতে ১৫৫ বিদ্যালয় নির্মাণে মোট ব্যয় ১৫৫ কোটি টাকা। ৪৫ টি হাই স্কুলে নতুন ভবন নির্মাণে মোট ব্যয় ১২২.৮৫ কোটি টাকা। ৬০ টি হাই স্কুল ভবন মেরামত ও সংস্কারে মোট ব্যয় ১২ কোটি টাকা। ৬৯ টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনে মোট ব্যায় ১৩.১৮ কোটি টাকা। স্বাস্থ্য খাতে ৩১ শয্যা বিশিষ্ট ২ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যায় উন্নীতকরণ। প্রতিদিন সেবা গ্রহণে কারীর সংখ্যা ১০০০-১২০০ জন কমিউনিটি ক্লিনিক ৬৬ টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে ১ টি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ। মোট ব্যয় ২৪.৬৩ কোটি টাকা। নাগরপুর উপজেলায় ১ টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণে মোট ব্যয় ৩৫ কোটি টাকা। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করণে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি ২২২ জন, অনগ্রসর শিক্ষা উপবৃত্তি ১৪৪ জন, বয়স্ক ভাতা ২৪,৫৭৭ জন (শতভাগ), প্রতিবন্ধী ভাতা ১১,৫৩৫ জন, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা ৮,৬৯৭ জন, অনগ্রসর ভাতা ২৭০ জন, আর্থিক অনুদান ১,৭২০ জন, জটিল রোগে আক্রান্তদের সহায়তা: ৯৮ জন, সুদ মুক্ত ক্ষুদ্র ঋন ৮,৮০০ জন, ভুমিহীন ও গৃহহীনদের ঘর প্রদান ২৪২ টি, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ১,৫০৪ জন, বীর মুক্তিযোদ্ধাদেরকে বীর নিবাস উপহার ২১১ টি, স্বাস্থ্য সুরক্ষা কার্ড ৪০,০০০ জন, ২,১১৮ টি গভীর নলকূপ স্থাপন মোট ব্যয় ১৬.১৬ কোটি টাকা ।