Home জাতীয় নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে নির্যাতনকারীদের বহিস্কার দাবি করছে ছাত্র মৈত্রী

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে নির্যাতনকারীদের বহিস্কার দাবি করছে ছাত্র মৈত্রী

161

ডেস্ক রিপোর্ট: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ না করায় সংগঠনটির কতিপয় সন্ত্রাসী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়ালিদ নাহিদকে হলে ডেকে নিয়ে রাতভর নির্যাতন ও মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আজ বিকেল ৩টায় পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েল ও সাধারণ সম্পাদক অতুলন দাস আলো বলেন, ‘ দেশের পাবলিক ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগের অভ্যন্তরে সংগঠনটির নাম ব্যবহার করে একদল সন্ত্রাসী সন্ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আবাসনের ঘাটতি, প্রশাসনিক পদে দলীয় নিয়োগ সংস্কৃতি, নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে শিক্ষকদের মাঝে রাজনৈতিক দলের লেজুরবৃত্তিক মানসিকতার চরম বিকাশ, ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় নেতৃত্বের উপর কেন্দ্রের নিয়ন্ত্রণের অভাব, ছাত্র রাজনীতির জায়গায় ব্যক্তিস্বার্থ হাসিল এবং সেই প্রয়োজনে পেশি-শক্তি অসম প্রতিযোগিতার সুযোগ নিয়ে এই সন্ত্রাসীরা এক রকম নিরাপদ রাজনৈতিক বেষ্টনীতে থেকেই সকল সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। অন্যদিকে দু’একটা ঘটনার বিচার হলেও সর্বপরি বিচারহীনতার সংস্কৃতি তাদের আরো উৎসাহিত করছে বলে আমরা মনে করি। যার খেসারত দিতে হয় সাধারণ শিক্ষার্থী ও তাদের পরিবারের স্বজনদের।’
তারা জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিস্কারের দাবি তুলে আরো বলেন, ‘এমন পৈশাচিক ঘটনার যেন বার বার পুনরাবৃত্তি না ঘটে সে জন্য তদন্ত সাপেক্ষে জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিস্কার করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। প্রশাসনিক পদে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দলীয়করণ বন্ধ করতে হবে। যত দ্রুত সম্ভব শিক্ষার্থীদের আবাসিক সংকট নিরসন করতে হবে। নাহিদের চিকিৎসা ও নিরাপত্তার দায়-দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই বহন করতে হবে। অন্যদিকে দেশের বিচার বিভাগকে রাজনৈতিক দল নিরপেক্ষ হয়ে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ বিচার করতে হবে। অন্যথায় এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকবে। যা কোনভাবেই কাম্য নয়।’