Home রাজনীতি দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সিপিবি’র বিক্ষোভ

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সিপিবি’র বিক্ষোভ

45

ডেস্ক রিপোর্ট: দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং রেশন ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পল্টন শাখার উদ্যোগে আজ ১৮ মার্চ, বেলা ৩টা তোপখানা রোডে ট্টপিকানা টাওয়ারের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি পল্টন শাখার সম্পাদক মুর্শিকুল ইসলাম শিমুল। বক্তব্য রাখেন সিপিবি ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদকম-লীর সদস্য, বাংলাদেশ হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা সেকেন্দার হায়াৎ, হকার্স নেতা দেলোয়ার হোসেন, যুবনেতা রফিজুল ইসলাম রফিক, শাখার সহ-সম্পাদক উত্তম ভৌমিক প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, পবিত্র রমজান মাস আসন্ন নিত্যপণ্যের দাম হু হু করে বেড়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এ পরিস্থিতিতে সরকারের হস্তক্ষেপের মাধ্যমে বাজার সি-িকেট ভেঙ্গে নিত্যপণ্যের দাম কমানো জরুরি হয়ে পড়েছে। অন্যথায় দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া সাধারণ মানুষ রাস্তায় নামলে সরকারের বারোটা বেজে যাবে।
নেতৃবৃন্দ সাধারণ শ্রমজীবী মানুষের জন্য পর্যাপ্ত রেশন ব্যবস্থা এবং মোড়ে মোড়ে ন্যায্য মূল্যের দোকান চালুর দাবি জানান।
সমাবেশের পূর্বে দৈনিকবাংলা-বায়তুল মোকাররম-পল্টন-প্রেসক্লাব-তোপখানা রোড হয়ে ট্টপিকানা টাওয়ারের সামনে সমাবেশ করে সোনালী ব্যাংকের সামনে যেয়ে শেষ হয়।