Home রাজনীতি সংখ্যালঘুদের উপর হমালা নির্যাতনের সাথে যুক্ত অপরাধীদের শাস্তি নিশ্চিত করার দাবি: জাসদ

সংখ্যালঘুদের উপর হমালা নির্যাতনের সাথে যুক্ত অপরাধীদের শাস্তি নিশ্চিত করার দাবি: জাসদ

45

ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বাগেরহাট মোড়েলগঞ্জে কৌশিক বিশ্বাস নামে একজন হিন্দু যুবকের ফেসবুক পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে বলে একদল লোক উত্তেজনা তৈরি করে উস্কানী দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবর শ্লোগান দিয়ে উক্ত হিন্দু যুবকের ঘরবাড়িতে হামলা ও আগুন দেয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন। তারা বলেন, অতীতেও ফেসবুক পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া হয়েছে বলে উত্তজনা তৈরি করে কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জে সংখ্যালঘুদের ঘরবাড়িতে হামলা-আগুন দেয়ার ঘটনা ঘটেছে। কিন্তু পরবর্তীতে প্রমাণ হয়েছে, ফেসবুক পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার মত কোন ঘটনাই ছিল না বরং ধর্মীয় শ্লোগান দিয়ে উত্তেজনা তৈরি করে এ ধরনের হামলা ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। তারা বলেন, পুলিশ বাগেরহাটের মোড়েলগঞ্জে হিন্দু বাড়িতে হামলা ও আগুন দেয়ার ঘটনায় সাত জনকে আটক করেছে। কিন্তু শুধু গ্রেফতারই যথেষ্ট নয়। কারণ অতীতেও সংখ্যালঘুদের ঘরবাড়িতে হামলা ও আগুন দেয়ার ঘটনার সাথে যুক্তদের আটক করা হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত সংখ্যালঘুদের উপর হামলা-নির্যাতনের একটি ঘটনাতেও অপরাধীদের বিচার ও শাস্তি হয়নি। ফলে ধর্মান্ধ সাম্প্রদায়িক অপরাধীদের মধ্যে একটি ধারনা তৈরি হয়েছে সংখ্যালঘুদের উপর হামলা-নির্যাতন চালালে কোনো বিচার, সাজা হবে না। তারা বলেন, যতক্ষণ পর্যন্ত সংখ্যালঘুদের উপর হামলা ও নির্যাতনের ঘটনার সাথে যুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতন বন্ধ করা কঠিন হবে। জাসদ নেতৃদ্বয়, বাগেরহাটের ঘটনাসহ অতীতে সংখ্যালঘুদের উপর হামলা ও নির্যাতনের সকল ঘটনার সাথে যুক্ত অপরাধীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।