Home সারাদেশ জামালপুর ৪ ও ৫ আসনে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল

জামালপুর ৪ ও ৫ আসনে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল

19

সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই-বাছাইয়ের পর জামালপুরের ৪ ও ৫ দুইটি আসনে বিএনএফ ও বাংলাদেশ কংগ্রেসের দুইজন ও স্বতন্ত্র তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং অফিসার মো. শফিউর রহমান।

সোমবার (০৪ ডিসেম্বর) দুপুরে দাখিলকৃত মনোনয়পত্র যাচাই-বাছাইয়ের পর ঋণ খেলাপি ও ভুল তথ্য দেওয়ায় ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়ছে।

১৪১-জামালপুর-৪ আসন-
জামালপুর-৪ আসন থেকে মোট ৯ জন মনোনয়নপত্র দাখিল করেন এরমধ্যে ২ জনের মনোনয়ন বাতিল হয়।

★তারিক মাহদী – বিএনএফ প্রার্থী। ঋণ খেলাপি ও ভোটার তথ্যে সমস্যার কারনে বাতিল হয়।
★ছানোয়ার হোসেন বাদশা (সভাপতি,সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগ) – স্বতন্ত্রপ্রার্থী। ঋণ খেলাপি ও ভোটার তথ্যে সমস্যার কারনে বাতিল হয়।

১৪২ – জামালপুর-৫ আসন-
জামালপুর-৫ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করে মোট ১১ জন। এরমধ্যে ৩ জনের মনোনয়ন বাতিল হয়।

★ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী (আওয়ামীলীগ) স্বতন্ত্রপ্রার্থী। দাখিলকৃত হলফনামায় ত্রুটির কারনে বাতিল হয়।
★জাকির হোসেন (তারা)- স্বতন্ত্র – ভোটার তথ্য গরমিল হওয়ায় বাতিল হয়।
★আবদুল করিম সরকার – বাংলাদেশ কংগ্রেস
-রিটার্ন জমা না দেওয়াতে বাতিল হয়। তার পরিবর্তে অন্য জনকে বাংলাদেশ কংগ্রেসের মনোনয়ন দেয়া হয়।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শফিউর রহমান বিকেলে এই তথ্য জানান।