Home রাজনীতি ‘দুর্নীতি ও পরিশোধের অক্ষমতায় আইএমএফের ঋণ পাওয়া কঠিন হবে’

‘দুর্নীতি ও পরিশোধের অক্ষমতায় আইএমএফের ঋণ পাওয়া কঠিন হবে’

34

আইএমএফের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার মন্তব্য

ডেস্ক রিপোর্ট: বর্তমান সরকারের ব্যাপক দুর্নীতির কারণে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সব শর্ত পূরণ করে ঋণ পাওয়া বাংলাদেশের পক্ষে কঠিন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আইএমএফের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া।

রোববার গণস্বাস্থ্য কেন্দ্র আয়োজিত এক আলোচনা সভায় ড. রেজা কিবরিয়া বলেন, আইএমএফ যদি কোনো দেশকে অর্থ ঋণ দেয়, তবে তারা ঋণ ফেরত দিতে পারবে কিনা তা পরীক্ষা করে নেয়। আইএমএফ সহজেই কাউকে ঋণ দিতে চায় না। বর্তমান সরকারের রিজার্ভ নিয়ে আইএমএফের যথেষ্ট সন্দেহ রয়েছে।

গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেন, আইএমএফ যথাযথ প্রক্রিয়া ছাড়া কোনো দেশকে ঋণ দিতে পারে না। ঋণের প্রস্তাব দেওয়ার এক মাস পরে আইএমএফ প্রথম বোর্ড সভা করে। যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং সকল শর্ত পূরণ করা হয় তাহলে অর্থ পেতে কমপক্ষে ৫-৬ মাস সময় লাগে।
আইএমএফের সাবেক এই অর্থনীতিবিদ বলেন, বিদ্যুৎ, জ্বালানিসহ দেশের সব সংকটের মূলে রয়েছে আওয়ামী লীগ সরকারের দুর্নীতি।

তিনি আরো বলেন, দেশে মূল্যস্ফীতির হার ১২ শতাংশের বেশি হলেও সরকার তা আড়াল করছে। সরকার নিজেই ধারণা করেনি যে এত তাড়াতাড়ি রিজার্ভ কমে যাবে এবং আইএমএফের কাছে ঋণ চাইতে হবে।

রেজা কিবরিয়া আরো বলেন, আওয়ামী লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত দেশের সংকটের কোনো সমাধান হবে না।
আমাদের সময়.কম