Home রাজনীতি দুর্নীতির ক্যান্সার নির্মূলে জি এম কাদের রাজনৈতিক ডাক্তার : আশরাফ খান

দুর্নীতির ক্যান্সার নির্মূলে জি এম কাদের রাজনৈতিক ডাক্তার : আশরাফ খান

108

স্টাফ রিপোটার: জাতীয় ছাত্রসমাজের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান বলেছেন, দুর্নীতি বাংলাদেশকে ভয়াবহভাবে আক্রান্ত করেছে। দুর্নীতি আজ ক্যান্সারে পরিনত হয়েছে। এই দুর্নীতির ক্যান্সার নির্মুল করতে একজন রাজনৈতিক বিশেষজ্ঞ ডাক্তার প্রয়োজন। জি এম কাদের সেই রাজনৈতিক ডাক্তার। জি এম কাদের সরকার প্রধান হলে সকল দুর্নীতি, নাগরিক সমস্যা,গনতন্ত্রের পরাধীনতা সহ সকল সমস্যার সমাধান হবে।

রবিবার বিকেলে জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

আশরাফ খান বলেন, আমরা মানচিত্রের স্বাধীনতা পেয়েছি কিন্ত গনতন্ত্রের স্বাধীনতা আজও পাইনি। গনতন্ত্রের স্বাধীনতার জন্য লাঙলে ভোট দেয়া জরুরী হয়ে পড়েছে। যারা গনতন্ত্রের স্বাধীনতার জন্য লাঙলে ভোট দিবেন তারা গনতন্ত্রের মুক্তিযোদ্ধা হিসাবে বিবেচিত হবেন। যাদের মধ্যো দেশপ্রেম আছে তারা লাঙলে ভোট দিবেন, কারন লাঙলে ভোট দেয়া দেশপ্রেমের অংশ হয়ে গিয়েছে।

ছাত্রসমাজের সাধারণ সম্পাদক বলেন, শীর্ষ ছাত্রনেতারা পলিটিক্যাল বিসিএস ক্যাডার। জাতীয় নির্বাচনসহ সকল ধরনের নির্বাচনে ছাত্রনেতাদের বেশী বেশী মনোয়ন দিতে হবে। রাষ্ট্রের প্রয়োজনে শীর্ষ ছাত্রনেতাদের জন্য সংসদে ১০ টি সংরক্ষিত আসন বাড়াতে হবে। কারন ছাত্রনেতারা সংসদে থাকলে দেশ ও জাতির জন্য আলোর বার্তা নিয়ে আসবে। ছাত্রনেতারা এম পি হলে দুর্নীতি রোধ হবে, প্রকৃত উন্নয়ন হবে, বেকারত্ব দুরীকরন সহ একটি সু-শৃংখল রাষ্ট হিসাবে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। বর্তমানে প্রধানমন্ত্রীর ইমেজ নষ্ট করছে কিছু অথর্ব মন্ত্রী, তার মধ্যো বানিজ্যমন্ত্রীর ব্যার্থতার দায় নিয়ে সরে যাওয়া উচিত। যে সব ছাত্রনেতারা এম পি হয়েছেন তাদের মন্ত্রী করা উচিত, তাতে সমস্যা রোধ করা সম্ভব হবে।

রংপুর মহানগরের সভাপতি ইয়াসির আরাফাত আসিফ এর সভাপতিত্বে সম্মেলন উদ্ভোধন করেন কেন্দ্রীয় সভাপতি মোঃ আল মামুন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর মহাগর জাপার সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশন এর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। অতিথিদের উপস্থিতিতে ভোটের মাধ্যমে সভাপতি হিসেবে আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জসিম , সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান হোসেন ইমন নির্বাচিত হন ।

এসময় আরও বক্তব্য রাখেন নীলফামারী -৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান , রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, রংপুর জেলা সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, ,জাপা কেন্দ্রীয় সদস্য লোকমান হোসেন, জাহিদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিল জাপা নেত্রী অধ্যক্ষ নাহিদা ইয়াসমিন, জাতীয় ছাত্র সমাজ এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ইমতিয়াজ আজিজ ড্যানী , সহ সভাপতি আনোয়ার হোসেন, রংপুর জেলা আহবায়ক আরিফুল ইসলাম ,যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ আলী, মুহিবুল্লাহ মোমেন সেতু, ঢাকা মহানগর শাখার আহবায়ক আরিফুল ইসলাম রিগান ,আন্তজাতিক বিষয়ক সম্পাদক সালিউর রহমান সৈকত, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম শুভ, যুগ্ম আন্তজাতিক সম্পাদক পাভেল ইসলাম , সম্মিলিত পলিটেকনিক শাখার আহবায়ক নাহিদ কেন্দ্রীয় সদস্য ওসমান গনি প্রমুখ।