ডেস্ক রিপোর্ট: শক্তিশালি আইনি কাঠামো থাকা সত্ত্বেও কার্যকর পদক্ষেপ ও সক্ষমতা, সমন্বয়হীনতা এবং সদিচ্ছার অভাবে জাতিসংঘের দুর্নীতিবিরোধী সনদ (UNCAC)-এর প্রতিশ্রুতি পূরণে বাংলঅদেশ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বলে মন্তব্য করেছে ট্রানস্পারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বৃহস্পতিবার টিআইবি কার্যালয় এক সংবাদ সম্মেলনে ‘জাতিসংঘ দুর্নীতিবিরোধী সনদের দ্বিতীয় ও পঞ্চম অধ্যায় বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতি’ শীর্ষক পর্যালোচনা প্রতিবেদনটি উপস্থাপনা করেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন চেয়ারপাসন এডভোকেট সুলতানা কামাল, উপদেষ্টা নির্বাহী ব্যাবস্থাপনা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের, আউটরিচ অ্যান্ড কমিউকেশন বিভাগের পরিচালক শেখ মনজুর-ই-আলম, প্রতিবেদন প্রণয়নকারী গবেষখ ফাতেমা আফরোজ।
চেয়ারপারসন এডভোকেট সুলতানা কামাল বলেন, দুর্নীতির কারনে ব্যক্তি, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে অস্বস্থি ও সংকটাপন্ন অবস্থার সৃষ্টি হয়েছে।সরকারের এ ব্যাপারে মত প্রকাশ ও কথা বলার অধিকার রয়েছে।