Home জাতীয় “দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত বশেমুরবিপ্রবি এক শিক্ষার্থী “

“দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত বশেমুরবিপ্রবি এক শিক্ষার্থী “

36

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) রসায়ন বিভাগের ৩য় বর্ষের (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) মেধাবী শিক্ষার্থী আশরাফুল ইসলাম৷

জানা যায়, ২০১৪ সালে আশরাফুলের ক্যান্সার ধরা পড়ে৷ তারপর ঔষধ প্রয়োগসহ বিভিন্ন রকম চিকিৎসা চালিয়ে যেতে থাকেন৷ যখন আশরাফুল প্রথম বর্ষে তখন ঔষধে কাজ না হলে অপারেশন করাতে হয়। অপারেশন ও কেমোথেরাপি নেয়ার পর বেশ কিছুদিন সুস্থ ছিল আশরাফুল। বর্তমানে কয়েকদিন আগে আবার উপসর্গ দেখা দেয়ায় বিভিন্ন পরীক্ষা করানোর পরে আগের সমস্যা ধরা পড়ে৷ পুনরায় কেমোথেরাপি দিতে হচ্ছে তাকে।

সিরাজগঞ্জের শাহজাদপুরে আশরাফুলের বাসা৷ তার বাবা একজন গার্মেন্টস শ্রমিক, মা গৃহিনী ও একমাত্র বোন বর্তমানে উচ্চমাধ্যমিকে পড়াশুনা করছেন। তার পরিবারের আর্থিক অবস্থা খারাপ। কয়েকদিন পরেই তার আরও একটা কেমোথেরাপি নেয়ার তারিখ রয়েছে তাতে প্রায় তিন লক্ষ টাকা খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এবার কেমোথেরাপি দেওয়ার পরেও সম্পূর্ণ সুস্থ না হয়, তাহলে পুনরায় অপারেশন করার দরকার হতে পারে।

এদিকে তার চিকিৎসার জন্য রসায়ন বিভাগের সাধারন শিক্ষার্থীরা আর্থিক সহযোগিতার আহ্বান জানিয়েছে।

এ বিষয়ে ক্যান্সারে আক্রান্ত শিক্ষার্থী আশরাফুল ইসলাম বলেন, আমার বর্তমানে কেমো চলছে৷ আজকেও কেমো থেরাপী দেয়া হচ্ছে৷ আমার বাবা-মার আর্থিক অবস্থা খুবই খারাপ৷ তারা তারপরও যা আছে তা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করছে৷

তিনি আরও বলেন, আমার চিকিৎসায় এখনও প্রায় ৩-৪ লাখের মতো টাকা প্রয়োজন৷ বিশ্ববিদ্যালয়ে আমার বিভাগের সহপাঠীরা বন্ধুরা চেষ্টা করছে ফান্ড কালেকশনের।

এসময় আশরাফুল আর্থিক সহযোগিতা চেয়ে অশ্রুসিক্ত কন্ঠে বলেন, আমি হয়তো বাঁচব না৷ দোয়া করবেন আমার জন্য৷

আশরাফুলের ব্যাপারে রসায়ন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক সেলিনা রহমান বলেন, শিক্ষার্থীদের মাধ্যমে আমি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। তারা আমাদের এপ্রোচ করেছে। আমরা এ বিষয়ে যথেষ্ট চিন্তিত। এখন পর্যন্ত আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি। শিক্ষকমন্ডলীর সদস্যবৃন্দ ছাড়াও শিক্ষার্থীরা নানাভাবে সহযোগিতা করবার চেষ্টা করছে।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি আশরাফুলদের বাড়ি আগুনে পুড়ে যায়৷ বর্তমানে তার পারিবারিক অবস্থা খুবই খারাপ। এমতাবস্থায় দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের খবর হঠাৎ আশার আলো নিভে স্বপ্ন ভঙ্গের উপক্রম। চিকিৎসা করার মতো সমর্থন তার পরিবারের নেই। তার চিকিৎসার খরচ জোগাড় করতে হিমসিম খাচ্ছে পরিবারটি৷ আশরাফুল বর্তমানে সিরাজগঞ্জের খাজা ইউনূস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন৷