Home স্বাস্থ্য দিন দিন বাড়ছে চোখ ওঠা রোগী সংখ্যা

দিন দিন বাড়ছে চোখ ওঠা রোগী সংখ্যা

28

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় দিন দিন বাড়ছে চোখ ওঠা রোগী সংখ্যা। উপজেলার শহর থেকে গ্রাম পর্যায় শিশুসহ বিভিন্ন বয়সের শতশত মানুষ সম্প্রীতি চোখ ওঠা রোগে আক্রান্ত হয়ে পড়েছে। অধিকাংশরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসকদের শরনাপন্ন হয়ে ব্যবস্থাপত্র নিয়েও পাচ্ছে না ওষুধ। ফলে অনেকে এর যন্ত্রনা নিয়ে জীবন-যাপন করছেন। চিকিৎসকরা বলছে, এটি এক ধরনের ভাইরাস,তবে নিরাময়যোগ্য রোগ। এদিকে গত দু’সপ্তাহ ধরে ওষুধ সংকট থাকায় বিপাকে পড়েছে চোখ ওঠা রোগীর। বিভিন্ন কোম্পানীর শর্ট সাপ্লাইয়ের কারনে এমন সংকট দেখা দিয়েছে বলে ওষুধ ব্যবসায়ীরা জানিয়েছে।
পৌর শহরের এসকে রঞ্জন বলেন, প্রথমে ছেলের হয়েছে। পরে স্ত্রীর। এখন আমার। গত এক সপ্তাহ ধরে পর্যায়ক্রমে ঘরের সবারই চোখ উঠেছে। চোখ ওঠা রোগী মো.রুবেল জানান, পৌর এলাকার অন্ততঃ ১০টি ওষুধের দোকান দেখা হয়েছে, কারো কাছেই এর ওষুধ মেলেনি।
পৌরশহরের সেন মেডিকেলের স্বত্বাধিকারী বিশ্বজিৎ সেন বলেন’ প্রতিদিনই অসংখ্য চোখ ওঠা রোগীরা আসেন ওষুধ নিতে,কিন্তু কোন কোম্পানী কাংখিত কোন ওষুধ দিতে পারছে না।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.জুনায়েদ হোসেন লেলিন জানান, চোখ ওঠা রোগ নিয়ে অনেকে আসছেন,তাদের ব্যবস্থাপত্র দেয়া হচ্ছে। তবে রোগীদের ওধুষের পাশাপাশি পরিস্কার-পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিচ্ছেন বলে তিনি সাংবাদিকদের জানান।