Home Uncategorized তীব্র শীতে কাঁপছে সাগর পাড়ের হতদরিদ্র মানুষ

তীব্র শীতে কাঁপছে সাগর পাড়ের হতদরিদ্র মানুষ

22

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। তীব্র শীতে কাঁপছে সাগর পাড়ের হতদরিদ্র মানুষ। সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা উপকূলীয় পটুয়াখালীর কলাপাড়ার গ্রামীন জনপদ। বুধবার সকাল নয়টায় সর্বনিন্ম ১১.৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। এতে ভোগান্তিতে রয়েছে চরাঞ্চলের বাসিন্দারা। বেকায়দায় পড়েছে গভীর সাগরে অবস্থানরত মাছ শিকারী জেলে ও নিন্ম আয়ের শ্রমজীবিরা। অনেকেই খড়কুটো জালিয়ে শীত নিবারনের চেষ্টা চালাচ্ছেন। ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে ভীড় করছে অনেক হতদরিদ্র মানুষ। এদিকে হাসপাতালে বেড়েছে ঠান্ডা জনিত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা।
মহিপুর এলাকার মৎস্য ব্যবসায়ী মো.মাহতাব মিয়া বলেন, তার একটি ট্রলার ১৭ জন জেলেসহ গভীর সাগরে রয়েছে। গভীর সাগরে এখানের চেয়েও আর বেশি শীত অনুভূত হয়। শীত এবং ঘন কুয়াশার জেলেরা বেশ বেকায়দায় পড়েছেন।একই এলাকার মাৎস্য শ্রমিক মিজান বলেন, এমনিতেই আমরা বরফ দেওয়া মাছ মাথায় করে টানি। তারপরও এত শীত পড়েছে যে এক বেলা মাছ টানার কাজ করলে অন্য বেলা একেবারে কাহিল হইয়া যাই।
তবে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শীত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। একই সাথে ঘন কুয়াশা বিরাজ করতে পারে।