Home রাজনীতি টাকা কামানোর কারণে টিকার কার্যক্রমে অব্যবস্থাপনা–মির্জা ফকরুল

টাকা কামানোর কারণে টিকার কার্যক্রমে অব্যবস্থাপনা–মির্জা ফকরুল

28

সুব্রত সানা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদের মূল উদেশ্য হলো টাকা কামানো, কমিশন খাওয়া। যে কারণে টিকার কার্যক্রমে অব্যবস্থাপনা তৈরি করে ফেলছে। তাদের লোক সালমান এফ রহমানকে দায়িত্ব দিলো টিকা আনবে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে। তিন কোটি টাকা আগাম দিলো সরকার। দেখা গেলো এক কোটি দশ লাখ না বিশ এলো আর টিকা নাই। ভারত বলে দিলো আর টিকা নাই। ফলে কি হয়েছে, এর আগে চীন রাশিয়া এসেছে টিকা দিতে এসেছে তাদের ফেরত দিতে হয়েছে। এখন চীনের পেছনে পেছনে ঘুরে বলছে, চীন আমাদের সবচেয়ে বড় বন্ধু। তারা আমাদের বিপদের দিনে সাহায্য করেছে। তখন কোথায় ছিলেন? তখন তো চীন বা রাশিয়ার সঙ্গে কথাও বলেননি ফেরত দিয়ে দিয়েছেন। আজকে জনগণের সঙ্গে প্রতারণা করছেন। জনগণকে ভুল বুঝাছেন। জনগণের দৃষ্টি ভুল বুঝাবার জন্য বিভিন্ন দিকে সমস্যা তৈরি করছেন।

রোববার জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিক রুহুল আমিন গাজী মুক্তি পরিষদ আয়োজিত এক নাগরিক সমাবেশে একথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সরকারের বিরুদ্ধে কথা বলা মানে রাষ্ট্রদ্রোহিতা নয়। এরা (ক্ষমতাসীন দল) সরকার এবং রাষ্ট্রকে এক করে ফেলেছে। সব কিছু দলীয়করণ করে ফেলেছে। একটা কথা আমাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগ একটা দল, যে দলটি কখনো গণতন্ত্রে বিশ্বাস করেনি, জন্ম থেকেই করেনি।