ডেস্ক রিপোর্ট: নয়াদিল্লীতে আগামী ৮-১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির জি-২০ জোটের ১৮তম শীর্ষ সম্মেলন। বাংলাদেশ সদস্য না হলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সম্মেলনে অংশ নিবেন। খবর আমাদের সময়.কমবাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এটিই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে শেষ সফর।যার কারনে এই সফর গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ক্ষমাসীন দলসহ সকল রাজনৈতিক দলের নজর থাকছে এই সফর।রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বরেছেন, দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রীর সাথে তিস্তা নিয়ে আলোচনা হবে।দিল্লিতে তিস্তা ইস্যু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলবেন।৫৪টি অভিন্ন নদী ইস্যু আছে, গঙ্গা পানি চুক্তির মেয়াদ সামনে শেষ হবে।