Home জাতীয় জামালপুরে কৃষি ব্যাংকের অর্থ আত্মসাৎ মামলায় তিনজনের জেল

জামালপুরে কৃষি ব্যাংকের অর্থ আত্মসাৎ মামলায় তিনজনের জেল

46

সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ দুদকের দায়ের করা অর্থআত্মসাৎ মামলায় জামালপুরের মাদারগঞ্জ শাখা কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপক আলী আহাম্মদসহ তিনজন আসামিকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও সাত হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও দশ মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। জামালপুরের বিশেষ আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির ২০ সেপ্টেম্বর তার আদালতে এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, ভুয়া টিটি জমা দেখিয়ে ৪০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের সহকারী পরিচালক সৈয়দ আহমেদ বাদী হয়ে ২০১২ সালের ১১ নভেম্বর বাংলাদেশ কৃষি ব্যাংক মাদারগঞ্জ শাখার সাবেক ব্যবস্থাপক আলী আহাম্মদসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দণ্ডবিধি ৫০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি দমন আইনের ৫(২) ধারায় করা ওই মামলায় অন্য দু’জন আসামি হলেন- ওই ব্যাংকের সাবেক সেকেন্ড অফিসার মো. হাবিবুর রহমান ও ব্যাংকের সাবেক কর্মচারী মো. আশরাফ হোসেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে পৃথক দুটি ধারায় ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে তিনজন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০ সেপ্টেম্বর জামালপুরের বিশেষ আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির মামলাটির রায় ঘোষণা করেন। মামলার রায়ে তিনজন আসামির প্রত্যেককে সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও সাত হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে প্রত্যেককে আরও দশ মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে আসামি আশরাফ হোসেন পলাতক রয়েছেন।