Home খেলা জাবির হল গুলোতে তুমুল উত্তেজনা

জাবির হল গুলোতে তুমুল উত্তেজনা

28

জাবি প্রতিনিধি : আসন্ন বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’র (জাবি) হল গুলোতে তুমুল উত্তেজনা বিরাজমান। খেলাপাগল বাঙালি। বিশ্বকাপে নিজেরা খেলতে না পারলেও দেশের মানুষ গলা ফাটাবে ব্রাজিল কিংবা আর্জেন্টিনার হয়ে। ২০ নভেম্বর ফুটবল বিশ্বকাপের আসর বসছে কাতারে। ঘরে ঘরে এ নিয়ে চলবে তুমুল উত্তেজনা। এ সময় পরিবারের সবাইকে নিয়ে এক সঙ্গে খেলা দেখার মজাই আলাদা। এই খেলাকে কেন্দ্র করে ভাইবোন-মা-বাবা ও আত্মীয়স্বজনের মধ্যে চলে ব্যাপক বিতর্ক। তবে বিশ্ববিদ্যালয়ের হল গুলোতে দেখা যায় ভিন্ন চিত্র। প্রতিটি হলে করা হচ্ছে ব্রাজিল/ আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠীর মধ্যে কমিটি।
টাঙানো হচ্ছে বড় বড় পতাকা। প্রতিটি হলের সামনে গেলেই দেখা মিলবে বিশাল আকৃতির পতাকা গুলো।

এই বিষয়ে আ ফ ম কামাল উদ্দীন হলের ৪৮ তম আবর্তনের ব্রাজিল সমর্থক হাসিবুর রহমান হাসিব বলেন, “আমরা বিশ্বকাপকে উপভোগ্য করার জন্য, সবাই মিলে মজা করার জন্য এত আয়োজন”।

বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসর বিশ্বকাপ ফুটবল আসলে বাংলাদেশের ফুটবল প্রেমীদের মাঝে মধ্যে নতুন করে জেগে উঠে উৎসব আমেজ।

এখন অপেক্ষা খেলা শুরুর। এবারে আর্জেন্টিনা নাকি ব্রাজিল চ্যাম্পিয়ন হবে। নাকি ইউরোপের কোন দলের হাতে উঠবে বিশ্বকাপাঁনো বিশ্বকাপ।
প্রথমবারের মতো এশিয়ার হয়ে লড়াই করবে ৬ টি দল। তাদের দিকেও চোখ থাকবে বাংলাদেশের ফুটবল প্রেমীদের।