Home জাতীয় জাবিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহতের ঘটনায় ৬ দফা দাবীতে মানববন্ধন

জাবিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহতের ঘটনায় ৬ দফা দাবীতে মানববন্ধন

38

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ( জাবি ) শিক্ষার্থী আহতের ঘটনায় ৬ দফা দাবীতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার ( ৫ জানুয়ারি ) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
মানববন্ধন চলাকালে ইতিহাস বিভাগের শিক্ষার্থী নুরুজ্জামান শুভ বিশ্ববিদ্যালয়ের সড়কে শৃঙ্খলা ফেরাতে ছয় দফা দাবিজানান। দাবিগুলো হলো- ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিক্সা বন্ধ, আহতের চিকিৎসায় ব্যয়ভার ক্যাম্পাস প্রশাসনকে বহন, দুর্ঘটনায় জড়িত রিক্সাচালককে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা, ক্যম্পাসের সড়কগুলোর গুরুত্বপূর্ণ স্থানে স্পিড ব্রেকারস্থাপন, মোটর বাইক, ব্যক্তিগত গাড়ির গতি নিয়ন্ত্রণএবং বহিরাগতদের গাড়ি প্রবেশ নিষিদ্ধ করা।
মানববন্ধনে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী তাওফিকুর রহমান বলেন, “একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরানিরাপদে চলাচল করতে পারে না এটা খুবই হতাশাজনক। গতকাল আমাদের বিভাগের এক ছোট বোন রিকশা দুর্ঘটনায়আইসিইউতে ভর্তি আছে। রিকশা, মটরসাইকেল কিংবা প্রাইভেটকার কীভাবে বিশ্ববিদ্যালয়ের সড়কে চলবে সেটার জন্যকর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া উচিত। তা না হলে অনিয়ন্ত্রিত গাড়ি চলাচলে এরকম দুর্ঘটনা শিক্ষার্থীদের জীবনকে অনিশ্চয়তায়ফেলে দিচ্ছে।”