Home সারাদেশ জমি যার ঘের তার এই নীতি বাস্তবায়নে কাজ করছি: মেয়র খালেক

জমি যার ঘের তার এই নীতি বাস্তবায়নে কাজ করছি: মেয়র খালেক

319

মোংলা থেকে মোঃ নূর আলমঃ জমি যার ঘের তার এই নীতি বাস্তবায়নে ৩২ বছর ধরে কাজ করছি। মানুষ জানে নৌকায় ভোট দিলে শান্তি থাকতে পারবে, তাদের উপর অত্যাচার-জুলুম হবেনা। তাই নৌকার বিজয়ে আওয়ামীলীগের নেতা-কর্মীদের দায়িত্ব বেড়ে গেছে। জনগনের উপর আমাদের আস্থা ও বিশ্বাস আছে। মানুষ উন্নয়ন দেখে ভোট দিয়েছে। আমরা আপনাদের কাছে ঋণী। আজীবন আমরা মোংলা রামপালের মানুষের সাথে থাকবো। ২৭ ফেব্রæয়ারি মঙ্গলবার বিকেলে মোংলার ঠোটারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মিঠাখালী ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক একথা বলেন।
মঙ্গলবার বিকেল ৪টায় কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন মিঠাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রীতিশ চন্দ্র হালদার। কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই, আওয়ামীলীগ নেতা শেখ আব্দুস সালাম, মাহমুদ হাসান ছোটমনি, শেখ কামরুজ্জামান জসিম, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম ও উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হোসেন হাওলাদার। কর্মী সমাবেশে বক্তব্য রাখেন মিঠাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, পৌর কাউন্সিলর বাহাদুর মিয়া, আওয়ামীলীগ নেতা নাসির হাওলাদার, বিল্লাল হোসেন, সরদার হুমায়ুন কবির, আজিজুর রহমান, ছাত্রলীগ নেতা ইকবাল হাওলাদার, হেলাল হাওলাদার প্রমূখ। কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তালুকদার আব্দুল খালেক আরো বলেন সংগঠনে যারা ঐক্যবদ্ধ ছিলো তারা লোভ লালসার কাছে মাথা নত করেনি। সংগঠন শক্তিশালী ছিলো বলেই নৌকা জিতেছে। মোংলা রামপাল এলাকাকে নিজের পরিবার হিসেবে জানি। এই জনপদের মানুষ ভালো থাকুক, ষড়যন্ত্র উপক্ষো করে স্বাভাবিক জীবন যাপন করুক সেটাই আমরা চাই। তিনি আরো বলেন আমরা দূর্বল নই, সবাইকে সম্মান করতে চাই। এলাকার ছন্দপতনের পুনরুদ্ধার করতে হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। উল্লেখ্য কর্মী সমাবেশে বর্তমান উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন এবং উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইস্রাফিল হোসেন উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীতার ঘোষণা দেন এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। এছাড়া কর্মী সমাবেশে বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার হাই একই পদে পুনরায় প্রার্থী হওয়ার ঘোষনা দেন এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।