Home শিক্ষা ও ক্যাম্পাস জাবিতে মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ প্রীতিভোজের আয়োজন

জাবিতে মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ প্রীতিভোজের আয়োজন

128

বোরহান উদ্দিন রব্বানী, জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবছরের মতো এবারও মহান বিজয় দিবস উপলক্ষে আবাসিক শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ প্রীতিভোজের আয়োজন। এতে জনপ্রতি বাজেট রাখা হয়েছে ৪৯০ টাকা।

বুধবার (১৪ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভাপতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মো. আব্দুল্লাহ হেল কাফী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য কুপনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। যা দিয়ে তারা জনপ্রতি ৪৯০ টাকা মূল্যমানের খাবার খেতে পারবে। এক্ষেত্রে হল থেকে ৬০ টাকা এবং বিশ্ববিদ্যালয় ফান্ড থেকে ৪০০ টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। দেশের সার্বিক অর্থনীতি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে গতবারের তুলনায় এবার জনপ্রতি ২৫ টাকা কমিয়ে বাজেট নির্ধারণ করা হয়েছে। তবে কুপনের দাম বাড়ানো হয়নি ‘

তিনি আরও বলেন,’গতবারের মতো এবারও খাবারের মেন্যু হিসেবে থাকছে পোলাও, রোস্ট, খাসির রেজালা, মুগডাল, মিষ্টি ও ফল। বিশ্ববিদ্যালয়ের ১৬ টি আবাসিক হলের প্রায় ১৫ হাজার শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য থাকছে এবারের আয়োজন। চেষ্টা করবো যেনো এই দামেই খাবারের সর্বোচ্চ মান বজায় রাখা যায়।’