Home খেলা জাবিতে প্রথম বারের মতো শুরু হতে যাচ্ছে কো-এড বাস্কেটবল টুর্নামেন্ট

জাবিতে প্রথম বারের মতো শুরু হতে যাচ্ছে কো-এড বাস্কেটবল টুর্নামেন্ট

99

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ( জাবি) কেন্দ্রীয় বাস্কেটবল টিম কর্তৃক আয়োজিত খাইরুল ইসলাম খান স্যার এর স্মরণে প্রথম কো-এড বাস্কেটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে।

আগামী ফেব্রুয়ারী মাসের ১ ও ২ তারিখে জাবির জিমনেশিয়ামে টুর্নামেন্টটি আয়োজিত হবে। এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আয়োজিত প্রথম ৩×৩ কো-এড টুর্নামেন্ট। টুর্নামেন্টে একটি দলে ৩ জন পুরুষ ও ২ জন মহিলা নিয়ে ৫ জন খেলোয়াড় থাকবে।

এই টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্রাক্তন আইকনিক খেলোয়াড়সহ আরো অনেক অভিজ্ঞ খেলোয়াড় অংশগ্রহণ করবেন। সমস্ত নিবন্ধিত খেলোয়াড়দের প্রতিটি দলে বিতরণ করা হবে এবং সব দলই ভারসাম্যপূর্ণ হবে। অর্থাৎ, সমস্ত নিবন্ধিত খেলোয়াড়রা জাবির কেন্দ্রীয় বাস্কেটবল দলের আইকনিক বিজয়ীদের সাথে খেলার সুযোগ পাবে।

উল্লেখ্য, খাইরুল ইসলাম খান স্যার ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শারিরীক শিক্ষা বিভাগের প্রথম দায়িত্ব প্রাপ্ত ডাইরেক্টর।