Home খেলা জাবিতে এক যুগ পর কোয়ার্টার ফাইনালে পদার্থ বিজ্ঞান বিভাগ

জাবিতে এক যুগ পর কোয়ার্টার ফাইনালে পদার্থ বিজ্ঞান বিভাগ

858

বোরহান উদ্দীন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে  প্রাণীবিদ্যা বিভাগকে হারিয়ে দীর্ঘ এক যুগ পর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পদার্থ বিজ্ঞান বিভাগ। 

আজ রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮.৩০টায় শুরু হয় ম্যাচটি। ম্যাচের প্রথম থেকেই দুই দলই সমান তালে খেলতে থাকে। প্রথমার্ধে প্রাণীবিদ্যা অং একগোল করে নিজ বিভাগকে এগিয়ে নিয়ে যায়।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে উঠে পদার্থ বিজ্ঞান বিভাগ। একের পর এক আক্রমণে প্রাণীবিদ্যা বিভাগের রক্ষণ কাপিয়ে তুলেন তারা। অবশেষে তালহার এসিস্টে জয় গোল করে নিজের দলকে সমতায় ফেরান। খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত আর গোল না হওয়ায় ১-১ গোলে খেলা শেষ হয়।

এরপর ম্যাচ গড়ায় ট্রাইবেকারে।
ট্রাইবেকারে পদার্থবিজ্ঞান বিভাগের অভিজ্ঞ গোলকিপার পারভেজ প্রানীবিদ্যার সোহান এর শট ঠেকিয়ে দেন।এবং প্রানিবিদ্যার গোল কিপার আরিফ ও পরের শট ফিজিক্স এর সমতায় ফেরানোর নায়ক জয় এর শট টি আটকিয়ে দেয়।
পদার্থবিজ্ঞান টিমের হয়ে ট্রাইবেকারে বাকি ৪টি গোল করেন তালহা,হাসিব,ক্যাপ্টেন দুর্জয় এবং সানোয়ার।
উল্লেখ্য গতবছর এই প্রানিবিদ্যা বিভাগের কাছে ট্রাইবেকারে হেরেই প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে পদার্থবিজ্ঞান বিভাগ।