Home শিক্ষা ও ক্যাম্পাস জাবিতে আন্তর্জাতিক সম্পর্ক ছাত্র সংসদের সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক রাশেদ

জাবিতে আন্তর্জাতিক সম্পর্ক ছাত্র সংসদের সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক রাশেদ

345

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র সংসদের (আইআরসি) ২০২২-২৩ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতি পদে ৪৫ ব্যাচের শিক্ষার্থী মো. সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক পদে ৪৬ ব্যাচের শিক্ষার্থী মো. রাশেদ খান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুন) বেলা ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ভোট গণনা শেষে রাত ১০টায় নির্বাচনের ফল ঘোষণা করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি অধ্যাপক ফজলুল হালিম রানা।

কমিটিতে নির্বাচিত অন্যান্যরা হলেন যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পরশ, কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল আমিন, সহকারী কোষাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম শান্ত, সাংস্কৃতিক সম্পাদক আরিফ সোহেল, সহ-সাংস্কৃতিক সম্পাদক জুবায়ের হোসেন সাদি, প্রচার সম্পাদক মনিকা ইয়াসমিন, সহ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আল আমিন, সহ-দপ্তর সম্পাদক মো. নিশাদ হাসান, ক্রীড়া সম্পাদক ইশতিয়াক আহমেদ, সহ-ক্রীড়া সম্পাদক গোলাম বাপ্পী।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. নাঈমুর রহমান নাঈম, মো. সায়েম হাসান সামি, ইসরাত জাহান উপমা, মো. সোহাগ হোসেন হিমেল, আবুবকর সিদ্দিক নাফিজ, মো. সজীব, মিম বিনতে শাহরিয়ার, শাহরিয়ার রানা, তানজীদ আহসান প্রিন্স।

নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারি অধ্যাপক মোস্তাকিম বিন মোতাহার।

জানতে চাইলে নবনির্বাচিত সভাপতি মো. সাইদুর রহমান বলেন, “প্রতিটি বিভাগের জন্য ছাত্র সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আশা করি, নবনির্বাচিত কমিটি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবে।”

নির্বাচনের বিষয়ে অধ্যাপক ফজলুল হালিম রানা বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীরা তাদের অধিকার হারাচ্ছে। এই নির্বাচন না হওয়ার পেছনে অনেকেই দায়ী। শিক্ষক এবং শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টায় ছাত্র সংসদ নির্বাচন সম্ভব। শিক্ষার্থীদের নিজেদের দাবী আদায়ের উদ্যেশ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদের দাবী তোলা উচিত।”

উল্লেখ্য, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র সংসদ নির্বাচনে বিভাগটির স্নাতক পর্যায়ের ৫টি এবং স্নাতকোত্তরসহ মোট ৬টি ব্যাচে ভোটার ছিল ৪৫৯ জন৷ নির্বাচনে ৪৫% ভোটার তাদের ভোটাধিকার প্রদান করে৷