Home রাজনীতি জাতীয় পার্টিতে কোন বিভেদ নেই: মুজিবুল হক চুন্নু এমপি

জাতীয় পার্টিতে কোন বিভেদ নেই: মুজিবুল হক চুন্নু এমপি

42

স্টাফ রিপোটার : জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, জাতীয় পার্টিতে কোন বিভেদ নেই। জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এমপির নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। গঠনতন্ত্র মোতাবেক জাতীয় পার্টি পরিচালনা হচ্ছে।

আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টির সম্পাদক মন্ডলী, ঢাকা মহানগর উত্তর ও দক্ষীণ এর নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক যৌথ সভায় জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি এ কথা বলেন।

সভাপতির বক্তৃতায় জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি আরো বলেন. জাতীয় পার্টির বাইরের কারো কথায় বিভ্রান্ত হবেন না। যারা পার্টির কেউ না, তাদের কথায় বিভ্রান্ত হবার যুক্তি নেই। তিনি বলেন, কাউন্সিলের মাধ্যমে জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হয়েছেন। জিএম কাদের জাতীয় পার্টি চেয়ারম্যান থাকতে পারবেন না, এমন কোন কথা আদালতের নির্দেশনায় নেই। তাই, কাউকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণার বাস্তবতা নেই। তিনি বলেন, দেশের মানুষ আর আওয়ামী লীগ বা বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। দেশের মানুষ মনে করে, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর রাষ্ট্র পরিচালনায় মানুষ বেশি গণতন্ত্র ভোগ করেছে। সাধারণ মানুষ মনে করে আওয়ামী লীগ বা বিএনপি নয়, জাতীয় পার্টিই দেশে গণতন্ত্রের প্রকৃত স্বাদ ফিরিয়ে দিতে পারবে। তাই, আগামী নির্বাচনে জাতীয় পার্টি তিনশো আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। একারণে, দলকে আরো শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।

এসময় বক্তব্য রাখেন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল, মাখন সরকার, যুবসংহতির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীন, মহিলা পার্টির যুগ্ম আহ্বায়ক নাজমা আখতার এমপি, স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, ওলামা পার্টির সদস্য সচিব এসএম আল জুবায়ের, সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ, জাতীয় তরুণ পার্টির আহ্বায়ক জাকির হোসেন মৃধা, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি একেএম আশরাফুজ্জামান খান, জাতীয় আইনজীবী ফেডারেশনের সহ সভাপতি এডভোকেট লাকী বেগম, জাতীয় ছাত্র সমাজ এর সভাপতি মোঃ আল মামুন, জাতীয় মৎস্যজীবী পার্টির সভাপতি আজহারুল ইসলাম সরকার, জাতীয় মটর শ্রমিক পার্টির আহ্বায়ক মেহেদী হাসান শিপন, জাতীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম মিন্টু, সমবায় বিষয়ক সম্পাদক শংকর পালন, যুব বিষয়ক সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রেজাউল করিম বাছেদ, প্রাদেশিক বিষয়ক সম্পাদক খোরশেদত আলম খশু, যুগ্ম সাংগঠনিক আলাউদ্দিন মৃধা, এমএ সুবহান, আক্তার হোসেন দেওয়ান, শ্রী সুজন দে, আবু সাদেক সরদার বাদল, বাহাদুর ইসলাম ইমতিয়াজ, এমএ সালাউদ্দিন, যুগ্ম প্রচার সম্পাদক শেখ মাসুক রহমান, যুগ্ম ছাত্র বিষয়ক সম্পাদক ফয়সাল দিদার দীপু, যুগ্ম আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুর রশীদ। এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ এর সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, মহানগর উত্তর এর সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠান, উপদেষ্টা হেনা খান পন্নি, নাজনীন সুলতানা, মনির আহমেদ, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল এমপি, এস এম শাহরিয়ার আসিফ, মোঃ জসীম উদ্দিন ভূঁইয়া, সালাউদ্দিন আহমেদ মুক্তি, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, এডভোকেট আব্দুল হামিদ ভাসানী, ফখরুল আহসান শাহজাদা, মোঃ আমির হোসেন ভূঁইয়া, সালাউদ্দিন খোকা মোল্লা, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, আশিক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, শাহজাহান মানসুর, মোঃ সাইফুল ইসলাম, মোঃ এনাম জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন তোতা, হাজী মোঃ ফারুক, মোঃ মোস্তফা কামাল ফারুক, আনিসুর রহমান খোকন, কাজী আবুল খায়ের, এডভোকেট মোঃ ইউসুফ আজগর, সুমন আশরাফ, জয়নাল আবেদীন, প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, দফতর সম্পাদক সুলতান মাহুমদ, দফতর সম্পাদক-২এম এ রাজ্জাক খান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ফরিদ আহমেদ, এনজিও বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন মাস্টার, ছাত্র বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ মামুনুর রহিম, নজরুল ইসলাম, মোঃ জাকির হোসেন মিলন, এডভোকেট সেরনিয়াবাদ সেকেন্দার আলী, রহিমা আখতার, এস এম রহমান পারভেজ, যুগ্ম সম্পাদক মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, দ্বীন ইসলাম শেখ, ইব্রাহিম আজাদ, অঙ্গসংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন ওলামা পার্টির আহ্বায়ক এরফান বীন তোরাব আলী, জাতীয় ছাত্র সমাজ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান, মটর শ্রমিক পার্টির সদস্য সচিব আব্দুর রহিম, হকার্স পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনু।