Home শিক্ষা ও ক্যাম্পাস জাবির ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের নতুন সভাপতি ইউসুফ হারুন

জাবির ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের নতুন সভাপতি ইউসুফ হারুন

538

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সহযোগী অধ্যাপক জনাব মো. ইউসুফ হারুন।

মঙ্গলবার (২০জুন) বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩ এর প্রথম স্ট্যাটিউটের ৯(১) ধারা বলে কর্তৃপক্ষের নির্দেশক্রমে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইউসুফ হারুনকে ০৮ জুলাই তারিখ পূর্বাহ্ন হতে উক্ত বিভাগের সভাপতি নিয়োগ করা হলো। তিনি আগামী তিন বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে আরো বলা হয়, দায়িত্বে থাকাকালীন তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।

নব মনোনীত সভাপতি মো. ইউসুফ হারুন অনুভূতি ব্যক্ত করে বলে, ‘কর্তৃপক্ষ আমাকে এই দায়িত্বে যোগ্য মনে করেছেন বলে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিভাগের সর্বোচ্চ কল্যাণে আমি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সচেষ্ট থাকবো। এতে আমার বিভাগ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা করি।’