Home জাতীয় জাতীয় ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা পুরস্কার বিতরণ শিক্ষাকে মজার ও আকর্ষণীয় করে তোলার...

জাতীয় ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা পুরস্কার বিতরণ শিক্ষাকে মজার ও আকর্ষণীয় করে তোলার আহ্বান

24

স্টাফ রিপোটার: শিক্ষাকে মজার ও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। রাজধানীর কারওয়ান বাজারস্থ এ এস মাহমুদ মিলনায়তনে আন্তর্জাতিক মানবিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি) আয়োজিত জাতীয় ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা-২০২২’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারা এ আহ্বান জানান।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জিএনবি’র কান্ট্রি ডিরেক্টর এম মাঈনউদ্দিন মইনুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর হারুনুর রশীদ খান, বাংলাদেশ সোশ্যাল সার্ভিসের নির্বাহী পরিচালক বনি বারোই, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের তপন ফিলিপ, অ্যাকশন ফর সোশাল ডেভেলপমেন্ট (এএসডি) কর্মকর্তা গুল-ই জান্নাত, ঘুড়ি স্কুলের প্রধান শিক্ষক শিমুল আহমেদ প্রমূখ।
অনুষ্ঠানে জানানো হয়, একাডেমিক পারফরম্যান্সে ইংরেজি দক্ষতা বাড়াতে গুড নেইবারস বাংলাদেশ ২০১৬ সাল থেকে জাতীয় ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতার আয়োজন করছে। এ বছর ৭৯টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট দুই হাজার ৫৬৫ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। স্থানীয় পর্যায়ে প্রতিযোগিতা শেষে ১২টি জেলার ৪৫ জন শিশু জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয়। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জের সাদিয়া জান্নাত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছে।
এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের জীবনে ব্যাপক প্রভাব ফেলবে অনুষ্ঠানের আলোচকরা। তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষকদের বিশেষ ভূমিকা রাখতে হবে। একজন ভালো শিক্ষকের ছাত্র অবশ্যই দক্ষ ও যোগ্য হয়ে উঠবে। এক্ষেত্রে শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্যদেরও ভূমিকা রাখতে হবে। সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীরা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।