ডেস্ক রিপোর্ট: রুশ বিমান হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলে খারকিভের কাছে একটি প্রতিবন্ধী কেয়ার হোম ক্ষতিগ্রস্ত হয়েছে।
আঞ্চলিক কর্মকর্তা ওলেগ সাইনগুবভ শুক্রবার টেলিগ্রামে লিখেছেন, “শত্রুরা আজ ওস্কিলের কাছে প্রতিবন্ধীদের একটি বিশেষ স্থাপনায় আঘাত করেছে।”
তিনি বলেন, হামলার সময় ভবনটিতে ৩৩০ জন লোক ছিল, যাদের মধ্যে ১০ জন হুইল চেয়ারে চলাফেরা করে এবং ৫০ জনের চলাফেরা সীমিত।
তিনি আরো জানান, ৬৩ জনকে সরিয়ে নেয়া হয়েছে। তবে তিনি অন্যদের বিষয়ে বিস্তারিত জানাননি।
সাইনগুবভ বলেন, “রুশরা আবারও বেসামরিক নাগরিকদের ওপর নৃশংস হামলা চালিয়েছে।” তিনি বলেন, “এটি একটি যুদ্ধাপরাধ।”-বাসস