Home বিজ্ঞান ও প্রযুক্তি ভোটিং সুবিধা হোয়াটসঅ্যাপে

ভোটিং সুবিধা হোয়াটসঅ্যাপে

41

ডেস্ক রিপোর্ট: মেটার মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপ তারই প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফরম টেলিগ্রামকে ফলো করতে যাচ্ছে। কয়েক বছর ধরে টেলিগ্রামে থাকা একটি ফিচার অবশেষে নিজস্ব প্ল্যাটফরমে আন্ত্রে যাচ্ছে মেটার মালিকানাধীন প্ল্যাটফরমটি।

টেলিগ্রামের মতোই হোয়াটসঅ্যাপের গ্রুপে ভোটিং সুবিধা আসতে যাচ্ছে। হোয়াটসঅ্যাপ নতুন এ ফিচার নিয়ে কাজ করছে এবং পরবর্তী সংস্করণে এটি উন্মুক্ত হবে। বৃহৎ সংখ্যক মানুষের মধ্যে ভোটিং সুবিধাই হলো সহজে যে কোনো বিষয়ে মতামত গ্রহণের উপায়। ফলে গ্রুপের কে কী ভাবছে সেটি সম্পর্কে ধারণা ও সিদ্ধান্ত গ্রহণ করা যাবে। হোয়াটসঅ্যাপ বেটা ইনফো নতুন ফিচারটি মেসেজিং অ্যাপটির ভি২.২২.৬.৭০ বেটা সংস্করণে খুঁজে পেয়েছে। ফিচারটি এখনো উন্নতকরণের কাজ চলছে। ফলে এখনোই বেটা টেস্টারদের কাছে এটি উন্মুক্ত নয়। আপাতভাবে শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপে এ ভোটিং সুবিধা পাওয়া যাবে এবং এটি এন্ড-টু-এন্ড এনক্রিপটেড। বর্তমানে এন্ড-টু-এন্ড এনক্রিপশন বেশ জনপ্রিয়। ভোটিং সুবিধায় এ নিরাপত্তা সুবিধা থাকায় অন্য কেউ ভোটিং ও ফলাফলের অ্যাক্সেস পাবে না।-যুগান্তর