Home জাতীয় জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবীতে শ্রীমঙ্গলে মানববন্ধন

জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবীতে শ্রীমঙ্গলে মানববন্ধন

40

সৈয়দ আরমান জামী, বিশেষ প্রতিনিধি: যুক্তরাজ্যের গ্লাসগোতে আসন্ন কপ-২৬ জলবায়ু সম্মেলন উপলক্ষে কয়লাভিত্তিক জ্বালানি ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানি প্রসার ও প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবীতে শ্রীমঙ্গলে সনাকের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর উদ্যোগে শ্রীমঙ্গল শহরের মৌলভীভবাজার রোডস্থ টিআইবি’র অফিস প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও সনাকের শ্রীমঙ্গল শাখার সভাপতি কবি দ্বীপেন্দ্র ভট্টাচার্য্যের সভাপতিত্বে ও টিআইটি এরিয়া কো- অর্ডিনেটর পারভেজ কৈরী’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান; চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সনাক সদস্য শিক্ষক জহর তরফদার, এশিয়া টিভি’র শ্রীমঙ্গল প্রতিনিধি এস কে দাস সুমন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও স্বজন সদস্য সৈয়দ ছায়েদ আহমেদ, স্বজন সহ আহবায়ক নিতেশ সুত্রধর প্রমুখ।
মানববন্ধনে উপজেরা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)-এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুর রউফ তালুকদার, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সনাক সদস্য শিক্ষক কবিতা রানী দাশ, কবি জাভেদ ভূইয়াসহ সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডসসহ অন্যারা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে আসন্ন কপ-২৬ সম্মেলন টিআইবি’র প্রত্যাশা এবং বাংলাদেশ কর্তৃক ওই সম্মেলনে উত্থাপনযোগ্য ৮টি দাবী তুলে ধরা হয়।