Home রাজনীতি জঙ্গীদের আতুরঘর স্বাধীনতা বিরোধী জামাত-শিবিরের রাজনীতি আইন করে নিষিদ্ধ করতে হবে–জাসদ

জঙ্গীদের আতুরঘর স্বাধীনতা বিরোধী জামাত-শিবিরের রাজনীতি আইন করে নিষিদ্ধ করতে হবে–জাসদ

51

ডেস্ক রিপোর্ট: ঘাতক জামাত-শিবিরে ঘাতকদের হাতে নির্মমভাবে খুন হওয়া জাসদ নেতা শহীদ মুকিমের ৩০তম হত্যাবার্ষিকীতে আজ ২৪ জুন শুক্রবার বিকাল ৬টায় শহীদ কর্ণেল তাহের মিলনায়তনে মুকিমের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পুর্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা। সভা পরিচালনা করেন দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন। বক্তব্য রাখেন, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা মোঃ আনোয়ারুল হক, ঢাকা মহানগর দক্ষিন জাসদের সাধারণ সম্পাদক ও জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য এড. মহিবুর রহমান মিহির, জাসদের গণসংযোগ সম্পাদক ও জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, সহ-সভাপতি আমিনুল আজিম বনি, গোলজার হোসেন, তসিকুল ইসলাম, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের প্রচার সম্পাদক মোহম্মদ আলী, আজমল হোসেন চমন প্রমুখ। বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী জামাত-শিবিরের রাজনীতি আইন করে নিষিদ্ধ করতে। আলোচনায় বক্তারা বলেন, ৭১ মুক্তিযুদ্ধের সময় জামাত সাংগঠিক ভাবে সিদ্ধান্ত নিয়ে বাঙালী হত্যা-নারী নির্যাতন-অগ্নি সংযোগ লুঠপাটে লিপ্ত ছিলো। সে অভ্যাস এখনও যায়নি। নামে-বেনামে বিভিন্ন ভাবে সুযোগ পেলেই বিষধর সাপের মত ফনা তুলে ছোবল মারে। এ জামাত-শিবির চক্রই ১৯৯২ শহীদ জননী জাহানার ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচারে দাবিতে চলা গণআন্দোলনে সময় রাজশাহীতে জাসদ নেতা মুকিমকে নির্মম ভাবে হত্যা করে। জামাত-শিবির চক্র ৮০-৯০ দশকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রগ কেটে মানুষ হত্যা করেছে, ২০১৪-১৫ সালে আগুন সন্ত্রাস চালিয়েছে, যুদ্ধাপরাধী সাঈদীকে চাদে পাঠিয়ে রাস্তা-ঘাট কেটে ধবংস করেছে, থানায় হামলা চালিয়েছে, মানুষের ঘর-বাড়ীতে অগ্নিসংযোগ লুটপাট করেছে। সুযোগ পেলে এরা মুক্তিযুদ্ধের পরাজরে প্রতিশোধ নিতে মানবতার বিরুদ্ধে অপরাধ, হত্যা-খুন-রগকাটা-অগ্নিসংযোগে লিপ্ত হয়। তাই কালক্ষেপন না করে, কোন ধরনের ছাড় না দিয়ে আইন করে দেশের জঙ্গীদের আতুরঘর যুদ্ধাপরাধী জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার জন্য সরকারের আহবান জানান।