আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, ইথোপিয়, আর্জেন্টিনা ও ইরান ব্রিকসে যুক্ত হয়েছে। ২৪ আগষ্ট বৃহস্পাতিবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এই ছয় দেশকে ব্রিকস ক্লাবে অন্ভূক্তির ঘোষণা দেন।
রামাফোসা বলেন, আমরা এই ছয় দেশকে আমন্ত্রণ জানিয়েছি। তারা ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে সদস্য হিসেবে কার্যকর হবেন।
ব্রিকস ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা’র এই সম্মেলনে প্রাধ্যান্য পেয়েছে নতুন সদস্য আন্তর্ভূক্তি।
জোহানেসবার্গের এই শীর্ষ সম্মেলনে ৫০ জন রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নিয়েছেন।