Home রাজনীতি অবরোধের প্রতিবাদে অবস্থান ও মিছিল করেছে আ’লীগ

অবরোধের প্রতিবাদে অবস্থান ও মিছিল করেছে আ’লীগ

30

স্টাফ রিপোর্টার: বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সমমনা সরকারবিরোধী দলগুলোর ডাকা দ্বিতীয় দফার প্রথম দিনের অবরোধে অবস্থান কর্মসূচি পালন করছে টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা দল আওয়ামী লীগ। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ, মৎসবীজী লীগ, কৃষক লীগের নেতারা মিছিল ও অবস্থান নেয়। গতকাল রোববার সকাল থেকে ২৩, বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। এদিন সকাল সাড়ে ৮টা থেকে রাজধানীর গুলিস্তানসহ ঢাকা মহানগর উত্তর-দক্ষিন আওয়ামী লীগের থানা-ওয়ার্ড এবং গুরুত্বপূর্ণ প্রবেশধারে অবরোধের বিরুদ্ধে অবস্থান-মিছিল করেছেন নেতাকর্মীরা।
সরব উপস্থিত থাকা আওয়ামী লীগের নেতারা জানান, বিএনপি আন্দোলনের নামে নির্বাচন বানচাল করতে চায়। জনগণের জানমালের ক্ষতি করতে চায়। তারা দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চায়। জনগণের জানমালের রক্ষায় তাদের এই সহিংসতার বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি, সতর্ক পাহারায় আছি। এদিন সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিযাজ উদ্দিন রিয়াজ দলীয় কার্যালয়ের সামনে এলেও আর কাউকে দেখা যায়নি। তবে বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা গেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সকাল সাড়ে ১০টায় ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু আহমেদ এর নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ কামাল, মিরাজ হোসেন, মহিউদ্দিন আহমেদ মহি, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুন্নবী চৌধুরী সাগর, দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ, সদস্য শহিদুল ইসলাম মিলনসহ আরও অনেকে। এছাড়াও ধানমন্ডিতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। এছাড়া নাশকতা ঠেকাতে রাজধানীর প্রতিটা ওয়ার্ড, থানায় সতর্ক অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রাজধানীর প্রবেশপথ ডেমরায় সর্তক পাহারা: বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার হরতালে রাজধানীর অন্যতম প্রবেশপথ (ডেমরা সুলতানা কামাল সেতু) স্টাফ কোয়াটারে সর্তক পাহারা বসিয়ে প্রতিবাদ মিছিল করেছে ডেমরা থানা আওয়ামী লীগ। এতে নেতৃত্ব দেন ঢাকা-৫ আসনের প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লার জেষ্ঠ্যপুত্র ও ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল। উপস্থিত ছিলেন ৬৯ নং ওয়ার্ড কাউন্সিলর সালাহউদ্দিন আহমেদ, ডেমরা থানা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিলুফা ইয়াসমিন লাকী, সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হান জামিল রিপন, ৬৪নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মোল্লা বাবুল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাহফুজা আক্তার হিমেল প্রমূখ। এদিন সকাল সাড়ে ১০টায় জয়কালী মন্ধির ও গুলিস্তানের ঠাটারীবাজার থেকে রাজধানীর ওয়ারী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু ও সাধারন সম্পাদক হাজী আবুল হোসেন এর নেতৃত্বে অবরোধবিরোধী মিছিল বের হয়। এতে ওয়ারী থানার বিভিন্ন ওয়ার্ড নেতারা উপস্থিত ছিলেন।
যুবলীগের অবরোধবিরোধী মিছিল: বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার অবরোধের বিরুদ্ধে মিছিল ও অবস্থান নিয়েছে ঢাকা মহানগর দক্ষিন যুবলীগ। ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি সোহরাব হোসেন স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, তাজউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামীম আল সাইফুল সোহাগ, মশিউর রহমান চপল, ঢাকা মহানগর আওয়ামী যুবলীগ দক্ষিণ এর সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল, উপ দপ্তর সম্পাদক খন্দকার আরিফুজ্জামান আরিফ,উপ শিক্ষা আলতাফ হোসেন, প্রচার সম্পাদক এরমান হক বাবু প্রমূখ।
স্বেচ্ছাসেবক লীগের অবস্থান ও প্রতিবাদ: বিএনপির অবরোধের নামে ‘আগুন সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে’ ২৩ বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এতে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সহ-সভাপতি মুজিবুর রহমান স্বপন, শামীম শাহরিয়ার শামীম, মানিক ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাস্বের চৌধুরী, খায়রুল হাসান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি কামরুল হাসান রিপন, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ প্রমুখ।
এদিকে অবরোধের প্রতিবাদে রাজধানীর গাবতলী, কল্যাণপুর, মিরপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেয় এবং মিছিল সমাবেশ করেছে। গাবতলী বাস স্টেশনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির নেতৃত্বে অবরোধ বিরোধী একটি মিছিল বের করা হয়। এস এম মান্নান কচি গণমাধ্যমকে বলেন, বিএনপি-জামায়াত যাতে চোরাগুপ্তা হামলা না চালাতে পারে সেজন্য আমরা ঢাকার বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছি। যতদিন পর্যন্ত নির্বাচন না হবে ততদিন পর্যন্ত আমরা ঢাকার পরিবেশকে স্বাভাবিক এবং শান্ত রাখার চেষ্টা করবো।