Home রাজনীতি ছাত্রনেতা নাঈম তুষার হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাসদ সমর্থিত ছাত্রলীগ বিক্ষোভ মিছিল

ছাত্রনেতা নাঈম তুষার হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাসদ সমর্থিত ছাত্রলীগ বিক্ষোভ মিছিল

72

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রবিবার দুপুর ১২টায় টিএসসি চত্বরে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের অনুসারী বাংলাদেশ ছাত্রলীগ (ন—মা) কেন্দ্রীয় সংসদ এর উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগ —জাসদ কুষ্টিয়া জেলা শাখার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের সহ—সম্পাদক মেধাবী ছাত্রনেতা নাঈফ আহম্মেদ তুষারের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগ (ন—মা) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ আহাম্মেদ সঞ্চালনায় উক্ত বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ—সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, গোলাম কিবরিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক হাসানাতুজ্জামান বাবু,সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি চন্দ্রনাথ পাল,সদস্য শরীফ খান জয়, কেন্দ্রীয় সংসদের স্কুল বিষয়ক আব্দুর রহমান নিলয়, সদস—হাফিজুর রহমান নিলয়,শাহ মোঃ ছোরায়েদ সাদী, সাবেক ছাত্রনেতা মাহাফুজুর রহমান রাহাত, কবি নজরুল কলেজের অর্পিতা দাস,স্বর্ণা দাস প্রমূখ নেতৃবৃন্দ। এছাড়াও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়,কলেজ এবং ঢাকা মহানগর উত্তর —দক্ষিনের ছাত্র নেতৃবৃন্দ।প্রতিবাদ সমাবেশে নেতৃদ্বয় বলেন, বিগত জানুয়ারি মাস হতে একটি মহলের প্রত্যক্ষ মদদে ভেড়ামারা—মিরপুরে যে ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে, এই ধারাবাহিকতায় সন্ত্রাসীরা প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে শত শত লোকের সামনে তুষারকে গোলাপনগর বাজারে কুপিয়ে নৃশংস ও পৈশাচিকভাবে হত্যা করে । নেতৃদ্বয় মনে করেন ,ভোট কারচুপির ও জবর দখলের মাধ্যমে যখন একজন চিহ্নিত ভয়ংকর সন্ত্রাসী সংসদ সদস্য হয় তখন সেখানে এভাবেই সন্ত্রাস ও ত্রাসের রাজত্য কায়েম হয়। তুষার হত্যায় জড়িত সন্ত্রাসীরা নির্বাচনে বর্তমান সংসদ সদস্যের সহযোগিতায় ছিলো। তারা বলেন,হত্যাকান্ডের সাথে জড়িতরা যে রাজনৈতিক দলের সাথেই যুক্ত থাকুক না কেন তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নেতৃদয় বলেন, যে কুচক্রি মহল এ হত্যাকান্ডের পিছনে থেকে কলকাঠি নাড়ছে তদন্ত করে তাদেরও আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করতে হবে নতুবা বাংলাদেশ ছাত্রলীগ (ন—মা) সমস্ত বাংলাদেশে কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে। নেতৃদ্বয় সমস্ত বাংলাদেশের প্রতিটি জেলার প্রতিটি ইউনিটের নেতৃদ্বয়কে সদা প্রস্তুত থাকার আহবান জানিয়ে প্রতিবাদ সমাবেশ সমাপ্ত করেন।