Home সারাদেশ চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ

11

সৈয়দ মাহমুদ শাওন: কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” শ্লোগানে “কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪”- এর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার গুরুত্ব ও করণীয় বিষয়ক সেমিনার ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। সোমবার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী এ জে এম মাসুদুর রহমান।

অত্র ইনস্টিটিউটের মূল প্রবন্ধ উপস্থাপক চিফ ইনস্ট্রাক্টর (টেক/ফুড) ড.মোঃ আরিফুল আলম,উপ্যধ্যাক্ষ সেলিম আহমেদ,চীফ ইন্সট্রাক্টর আফিদা রহমান,চীফ ইন্সট্রাক্টর দূর্গা চরণ রায়, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।