Home জাতীয় ঘূর্ণিঝড় ‘সিত্রাং’: পাহাড়ি এলাকায় ভূমিধ্বস হতে পারে

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’: পাহাড়ি এলাকায় ভূমিধ্বস হতে পারে

38

ডেস্ক রিপোর্ট: ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর প্রভাবে আজ (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে চট্টগ্রাম,বরিশাল,খুলনা, ঢাকা,রাজশাহী,ময়মনিসংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে ভারি (৪৪-৮৮ মি. মি.) থেকে অতিভারি (>৮৯ মি.) বর্ষণ হতে পারে।

ভারি ( ৪৪-৮৮ মি. মি.) থেকে অতিভারি (>৮৯ মি. মি.) বর্ষণের প্রভাবে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে।
আবহাওয়াবিদ মো: ওমর ফারুক আজ গণমাধ্যমকে এই আশংকার কথা জানিয়েছেন।