ডেস্ক রিপোর্ট: ভারতে গরুর গোবর ও গো মুত্র থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য তৈরী করতে গবেষণা শুরু করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি ।খবর আনন্দবাজার পত্রিকা।
গবেষণার নাম দেওয়া হয়েছে সায়েন্টিফিক ক্যারাকটাররাইজেশন মেথডস ফর বেটার ইউটিলাইজেশন অব ক্যাটল ডাং অ্যান্ড ইউরিন: এ কনসাইস রিভিউ।ভারতের বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয় এই প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছে। গবেষণা সফল হলে ভারতের গ্রামীণ অর্থনৈতিক চালচিত্র বদলে যাবে।
গবেষক দলের অন্যতম সদস্য অধ্যাপক সুরেশ ধোবলে ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, দুধ ছাড়াও কৃষকরা গরুর মুত্র এবং গোবর থেকেও আর্থিক লাভবান হতে পারেন।
ভবিষ্যতে গোবর ও গো মুত্র থেকে দাঁতের মাজন,চুলের তেল, শ্যাম্পু, কন্ডিশনারসহ নানা নিত্যপ্রয়োজনীয় পণ্য তৈরী সম্ভব।